স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে কর্মী। পার্সোনেল/ এইচআর বিভাগে কাজ করতে হবে। চুক্তির ভিত্তিতে প্রথমে চার বছরের জন্য থাকবে কাজের মেয়াদ, পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হবে। আবেদনের জন্য যে কোনও কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং অবশ্যই অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। শেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জমা দিতে হবে। ১৫ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।