স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ফর আয়রন অ্যান্ড স্টিলে কর্মী প্রয়োজন।ওই ইউনিটে অ্যাডভাইজ়ার / কনসালট্যান্ট হিসাবে ছ’জনকে নিয়োগ করা হবে।
অনূর্ধ্ব ৬৫ বছর বয়সি ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। যাঁরা পূর্বে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় ইঞ্জিনিয়ার পদে কাজ করেছেন, তাঁদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে হট রোলিং, কোল্ড রোলিং, আয়রন মেকিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং ল্যাব সার্ভিসেস বিভাগে আগে কাজ করে থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
আরও পড়ুন:
-
জিয়োলজিতে ডিগ্রি রয়েছে? ইন্দো-ব্রিটিশ অর্থপুষ্ট প্রকল্পে গবেষণার সুযোগ
-
কেন্দ্রীয় সংস্থার শূন্যপদে দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ, আবেদনের শর্তাবলি কী?
-
লিঙ্গভিত্তিক হেনস্থা ও হিংসা দমনে কলেজ-বিশ্ববিদ্যালয়ে সচেতনতা শিবির, ইউজিসি-র কর্মসূচি নিয়ে অনেক প্রশ্ন
-
বাংলা ভাষায় সেট-এর উত্তর লিখতে চান? কী কী বিষয় মাথায় রাখবেন? রইল বিশেষজ্ঞের পরামর্শ
মোট ছ’মাসের চুক্তিতে উল্লিখিত পদে কাজ চলবে। তবে, আরও এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি পেতে পারে। কাজের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা দেওয়া হবে।
আগ্রহীরা ইমেল মারফত আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ১০ ডিসেম্বর। প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কমিটি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবেন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।