রাজ্য সরকারি বিভাগে চাকরির সুযোগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। ওই বিভাগে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার এবং ডিস্ট্রেক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা) পদে কর্মী প্রয়োজন। কারা আবেদন করতে পারবেন, সেই সম্পর্কে বিশদ তথ্য জানানো হল।
বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার:
- সংশ্লিষ্ট পদে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়ো মেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
- এ ক্ষেত্রে তাঁদের ওই পদে অন্তত তিন বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ একটি।
আরও পড়ুন:
ডিস্ট্রেক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা):
- উল্লিখিত পদে অর্থনীতি, সমাজবিজ্ঞান, গণজ্ঞাপন, সোশিয়্যাল অ্যান্থ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন।
- এ ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
- তবে যে কোনও বিষয়ে স্নাতকেরাও উল্লিখিত পদে আবেদন করতে পারবেন।
- স্নাতকদের তিন বছর স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। শূন্যপদ দু’টি।
বয়স, বেতন এবং চুক্তির মেয়াদ:
- উল্লিখিত পদে ২১ থেকে ৪০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।
- বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারকে প্রতি মাসে ৪২ হাজার টাকা এবং ডিস্ট্রেক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা) পদে নিযুক্তেরা ৩২ হাজার টাকা করে পাবেন।
- নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। তবে তার মেয়াদ সম্পর্কে নিয়োগ-বিজ্ঞপ্তিতে কোনও তথ্য দেওয়া হয়নি।
কী ভাবে নিয়োগ করা হবে?
লিখিত পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আবেদনের শর্তাবলি:
৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১০০ টাকা। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ওই ফি জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইট (wbhealth.gov.in) মারফতই আবেদন পাঠানো যাবে।