রাষ্ট্রায়ত্ত সংস্থায় শিক্ষানবিশ প্রয়োজন। তাঁদের এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। সুযোগ দেওয়া হবে মোট ৩০ জনকে।
তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এ শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ চলবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। দশম উত্তীর্ণ হয়েছেন এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র রয়েছে— এমন ব্যাক্তিরা আবেদনের সুযোগ পাবেন।
তবে, এ ক্ষেত্রে তাঁদের কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফ বা সেক্রেটারিয়ল অ্যাসিস্ট্যান্ট, ড্রাফ্টসম্যান, ফিটার, ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে আইটিআই শংসাপত্র থাকতে হবে।
আরও পড়ুন:
মোট এক বছরের চুক্তিতে বাছাই করা প্রার্থীরা কাজ শেখার সুযোগ পাবেন। প্রশিক্ষণ চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়া হবে সংস্থার উত্তরাখণ্ডের দফতরে।
প্রার্থীদের দশম ও আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে। অনলাইনে ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।