কেন্দ্রীয় প্রতিষ্ঠান দেবে অধ্যাপনা ও শিক্ষকতার সুযোগ। এ ছাড়াও শিক্ষাকর্মী পদেও চলছে নিয়োগ। মোট শূন্যপদ পাঁচটি।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতায় উল্লিখিত বিভাগে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, এস্টেট অ্যান্ড সিকিউরিটি অফিসার, পাবলিক রিলেশন অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।
মেডিসিনাল কেমিস্ট্রি বিভাগে অধ্যাপক নিয়োগ করা হবে। ওই পদে অনূর্ধ্ব ৫০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। তাঁদের উল্লিখিত বিষয়ে কিংবা বায়োইনফরমেটিক্স, ফার্মাকোইনফরমেটিক্স-এ পিএইচডি এবং তিন বছরের অধ্যাপনার পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
ফার্মাসিটিক্যাল অ্যানালিসিস বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে অভিজ্ঞ শিক্ষক প্রয়োজন। উল্লিখিত পদে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ফার্মাসিটিক্যালস কিংবা সমতুল বিষয়ে পিএইচডি থাকা আবশ্যক। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অন্তত পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, এস্টেট অ্যান্ড সিকিউরিটি অফিসার, পাবলিক রিলেশন অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৩৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। উল্লিখিত পদে যে কোনও বিষয়ে স্নাতক থেকে শুরু করে বিজ়নেস ম্যানেজমেন্ট-এ স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
উল্লিখিত পদে নিযুক্তেরা প্রতি মাসে বেতন হিসাবে ২৯,২০০ টাকা থেকে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা পাবেন। কাজ অনলাইনে এবং ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। এর সঙ্গেই জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। ৯ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ডাকযোগে আবেদন পাঠানোর শেষ দিন ২৩ জানুয়ারি।