বীরভূম জেলায় কাজের সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং রুরাল ডেভেলপমেন্ট সেলের র তরফে এই নিয়োগ। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
জেলায় কমিউনিটি অডিটর পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৪২। নিযুক্তদের আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলে কাজ হবে। সংশ্লিষ্ট পদে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। তাঁদের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন অধীনস্থ সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন কী ভাবে?
প্রথমে বীরভুমের এই প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন।