রাজ্যের মৎস্য উন্নয়ন বিভাগে চাকরির সুযোগ। ওই সংস্থায় কোম্পানি সেক্রেটারি প্রয়োজন। সংশ্লিষ্ট পদে একজনকে নিয়োগ করা হবে।
দ্য স্টেট ফিশারিজ় ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এ কোম্পানি সেক্রেটারি নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্ত ব্যক্তির কোনও পাবলিক সেক্টর আন্ডারটেকিং (পিএসইউ) সংস্থায় অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। মোট তিন বছরের চুক্তিতে ওই পদে কাজ চলবে। প্রতি মাসের বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে ৬৪,০০০ টাকা থেকে ৬৮,০০০ টাকা।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৭ জানুয়ারি। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। ইন্টারভিউ ২৯ জানুয়ারি হতে চলেছে।