বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস-সহ আরও একাধিক বিষয়ে অধ্যাপনার সুযোগ দিচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সহাকারি অধ্যাপক (অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১১৭টি। তার মধ্যে ৬২ জন অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ হবেন। যাঁদের আবেদনের জন্য নূন্যতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা চাই। পাশাপাশি আট বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ১১৭-র মধ্যে ৫৫ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকার পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন?
আগ্রহীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন। এই সংক্রান্ত তথ্য এবং শর্তাবলি বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।