বসু বিজ্ঞান মন্দিরে গবেষণার জন্য কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের একটি প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। নেওয়া হবে এক জনকে।
প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজের জন্য ন্যাচারাল সায়েন্সেস, এগ্রিকালচার সায়েন্সেস কিংবা ভেটেরিনারি সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তবে, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি কিংবা মেডিসিন শাখায় স্নাতকরাও আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
-
ন্যাশনাল হাইওয়ে অথরিটি লিমিটেডে কর্মখালি, চুক্তির ভিত্তিতে হবে কাজ
-
কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ১৮টি শূন্যপদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল ডিআরডিও
-
স্নাতক স্তরে পাঠরতরা পাবেন কাজ শেখার সুযোগ, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইআইআইটি কল্যাণী
-
দিল্লির কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কর্মখালি, ২৩ জনকে নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
তবে, উভয় ক্ষেত্রেই মলিকিউলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি বিষয়ে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও সেল কালচার নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
আগ্রহীরা সরাসরি বসু বিজ্ঞান মন্দিরের সল্টলেকের দফতরে ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত থাকতে পারেন। এ ছাড়াও তাঁরা সংস্থার ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। ১৪ নভেম্বর ইন্টারভিউ। তাই তার আগে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।