একের পর এক রেকর্ডের পাহাড় গড়ছে ‘বাহুবলী-২’। এই ছবি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা চরমে। উইক ডেজে ভোর চারটেয় প্রথম শো। কাটাপ্পা বাহুবলীকে কেন মারল? যত দ্রুত সম্ভব এই উত্তরটা জেনে নিতে হবে যে! এই উত্তর খুঁজতেই রাত জেগে বিভিন্ন সিনেমা হলের সামনে অপেক্ষা করতে দেখা গিয়েছে বহু মানুষকে। প্রথম দিনেই গোটা দেশের সিনেমা হলে আছড়ে পড়েছিল ভিড়। দ্বিতীয় দিনের ছবিটাও একই রকম। উন্মাদনায় বলিউডকে টেক্কা দিয়ে মেন স্ট্রিম ইন্ডিয়ান ফিল্মে ‘দাদাগিরি’ দেখাল আঞ্চলিক ছবি। মাত করেছে বক্স অফিসও।
আরও পড়ুন: বাহুবলীর দ্বিতীয় অংশ প্রথমে চালিয়ে দিল সিনেমা হল!
সলমন খানের ‘সুলতান’ এবং আমির খানের ‘দঙ্গল’ মুক্তি পাওয়ার পরই বক্স-অফিসে রেকর্ড তৈরি করেছিল। এ বার সব কিছুকে ছাপিয়ে অবিশ্বাস্য সাফল্য পেল এসএস রাজামৌলির ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’। শুক্রবারই চারটি ভাষায় মুক্তি পেয়েছে বিগ বাজেটের এই ছবি। আর মুক্তির দ্বিতীয় দিনই রেকর্ড অঙ্কের ব্যবসা করে সিনে জগৎকে তাক লাগিয়ে দিয়েছে বাহুবলীর সিক্যুয়েল।
জানেন প্রভাস অভিনীত ‘বাহুবলী ২’-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন কত? জানা গিয়েছে, সারা ভারত মিলিয়ে মোট ২২৩ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। কেরলের প্রায় ৩০০টি থিয়েটারে মুক্তি পেয়েছে এই ছবি। ‘বাহুবলী-২’-এর বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়াবে আন্দাজ করতে পারছেন না বলে জানিয়েছেন কর্ণ জোহরও।
& ₹ & ₹ ₹ & ₹ ₹
#Baahubali2 Day 1&2 All-India BO Nett
— Ramesh Bala (@rameshlaus) April 30, 2017
Day 1: Hindi - ₹ 41 cr T, T & M - ₹ 80 cr
Day 2: Hindi - ₹ 42 cr T, T & M - ₹ 60 cr
Total -₹ 223 cr