আগে ব্যবসায়ী, তার পরে অভিনেতা। অক্ষয় কুমার সম্পর্কে এমনই মন্তব্য করলেন প্রযোজক শৈলেন্দ্র সিংহ। তাঁর মতে, অক্ষয় টাকাপয়সাকে সবার আগে রাখেন। তার পর বাকি সব কিছু। কোন প্রসঙ্গে এমন মন্তব্য করলেন প্রযোজক?
২০০৯ সালে ‘৮x১০ তসবীর’ নামে একটি ছবি প্রযোজনা করেছিলেন শৈলেন্দ্র। সেই ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। এতই আর্থিক ক্ষতি হয়েছিল যে, ছবি তৈরি করাই বন্ধ করতে হয়েছিল শৈলেন্দ্রকে।
আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈলেন্দ্র জানিয়েছেন, অক্ষয় মানুষ ভাল। কিন্তু টাকাপয়সাকে বেশিই অগ্রাধিকার দেন। ব্যবসায়ী মনের মানুষ তিনি। অক্ষয়ের সঙ্গে ভাল সম্পর্ক ছিল তাঁর। সেই জায়গা থেকেই ‘৮x১০ তসবীর’ ছবির প্রযোজনা করেছিলেন তিনি। এই ছবির বাজেট প্রথমে ছিল ৩০ থেক ৩৫ কোটি টাকা। কিন্তু এই ছবি করতে গিয়ে ৮৫ কোটি টাকার ক্ষতি হয়েছিল প্রযোজকের। তাঁর কথায়, “আমাদের যাওয়ার কথা ছিল মুন্নারে। কিন্তু আমরা গিয়েছিলাম ক্যালগারি, তার পরে কেপ টাউন এবং আরও বেশ কিছু জায়গায়।” যার ফলে ছবির বাজেট অনেকটাই বেড়ে গিয়েছিল। সেই সময়ে অক্ষয়ের ‘সিং ইজ় কিং’ ছবিটি মুক্তি পেয়েছিল। সেটি বক্সঅফিসে ঝড় তুলেছিল। তার পরেই মুক্তি পায় ‘৮x১০ তসবীর’। কিন্তু অসফল হয় সেই ছবি। ছবি ব্যর্থ হওয়ায় কিছু টাকা অক্ষয়ের থেকে ফেরত চেয়েছিলেন শৈলেন্দ্র। কিন্তু তিনি একটি টাকাও ফেরাননি। প্রযোজকের কথায়, “আমি বলেছিলাম, ভাই তোমার ছবি কেউ দেখতে আসেনি। তোমাকে কিছু দায়িত্ব তো নিতে হবে। অনেক টাকা নিয়েছ তুমি। কিন্তু কোনও টাকা ফেরত পাইনি। অবশেষে আমি ছবি বানানোই বন্ধ করে দিই।”