‘হেরা ফেরি ৩’ ছবিকে কেন্দ্র করে আগেও অনেক বার আলোচনায় এসেছেন অভিনেতা অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল। শোনা গিয়েছিল, দুই বন্ধুর মধ্যে জোর তরজা। খবর ছড়ায়, পরেশের নামে ২৫ কোটি টাকার মামলা দায়ের করেছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা৷ কিন্তু সেই সব আলোচনা নস্যাৎ করে কোন খবর দিলেন পরেশ?
সম্প্রতি, এক সাক্ষাৎকারে ‘হেরা ফেরি ৩’ নিয়ে প্রশ্ন করা হয় পরেশকে। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, “অনেক কথাই তো শুনেছি। অক্ষয়ের সংস্থা নাকি আমার বিরুদ্ধে ২৫ কোটির টাকার মামলা দায়ের করেছে। যত না ঘটেছে তার চেয়ে আলোচনা হয়েছে বেশি।” তা হলে কেন এখনও শুটিং শুরু হল না এই ছবির?
উত্তরে পরেশ জানিয়েছেন, ছবির শুটিং শুরু না হওয়ার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। পরেশ যোগ করেন, “প্রযোজনা সংস্থা এবং অক্ষয়ের মধ্যে কোনও সমস্যা হয়েছে। যার সমাধান হয়ে গেলেই আমি চুক্তিতে সই করে দেব। সম্ভবত, ফেব্রুয়ারি বা মার্চেই ছবির শুটিং শুরু হবে।” ২০২৫–এর মার্চ মাসে পরেশ জানিয়েছিলেন, ‘হেরা ফেরি ৩’ ছবিতে অভিনয় করবেন না পরেশ। তার পরে অবশ্য ছবিতে ফেরার সুখবর নিজেই জানান পরেশ।
‘হেরা ফেরি’ ফ্র্যানচাইজ়ির তৃতীয় ছবিটি পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। তবে এ বার প্রযোজক ফিরোজ় নাদিয়াদওয়ালার কাছ থেকে স্বত্বাধিকার কিনে নিয়েছিলেন অক্ষয়। তৃতীয় ছবিটি তাঁর প্রযোজনায় তৈরি হচ্ছিল। অক্ষয় কুমার, সুনীল শেট্টী এবং পরেশ রাওয়ালকে নিয়ে শুটিং শুরু হয়ে গিয়েছিল গত এপ্রিল মাসেই। এরই মধ্যে হঠাৎ পরেশ ঘোষণা করেন, তিনি সরে দাঁড়াচ্ছেন। তার পর থেকেই একের পর এক বাধা এই ছবি তৈরি ঘিরে। আপাতত কবে শুটিং শুরু হয় সেটাই দেখার।