আরও একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের অনুমোদন দিল লোকভবন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদে নিয়োগ করা হল অর্ণব সেনকে।
এই নিয়ে পর পর তিন দিনে রাজ্যের ছ'টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের অনুমতি দিলেন আচার্য সিভি আনন্দ বোস। মঙ্গলবার তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের অনুমোদন দিয়েছিল লোকভবন। বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিমাইচন্দ্র সাহাকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যাপক অয়ন ভট্টাচার্যকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের এক্স হ্যান্ডেলে এই দু'টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালেয়ের উপাচার্যের নাম ঘোষণা সংক্রান্ত জটিলতা চলছে দীর্ঘ দিন। ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আটকে ছিল। ৮টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জট কেটেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। মান্যতা দিয়ে তার মধ্যে থেকে ৬টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের সম্মতি দিল লোকভবন।