বলিউড অভিনেতারা নিজেদের যৌন অভিরুচির কথা প্রকাশ্যে আনতে চান না। সমকামী বলে নিজেদের প্রকাশ করলে, দর্শক তাঁদের গ্রহণ করবেন না, এমন ধারণা রয়েছে অনেকের মধ্যেই। এমন দাবি করলেন এক বর্ষীয়ান সাংবাদিক। সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে নাম না করে বলিউডের অভিনেতা ও পরিচালকদের যৌন অভিরুচি নিয়ে নানা কথা বলেন তিনি।
এই প্রসঙ্গে তিনি বলেন, “ধরুন, কোনও অভিনেতা প্রকাশ করলেন, তিনি সমকামী বা উভকামী। এটা বলার পরে তিনি যদি পর্দায় কোনও নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন, তা কি দর্শক গ্রহণ করবেন?”
বলিউডে এমন বহু পরিচালক রয়েছেন, যাঁরা উভকামী। কাস্টিং কাউচের ভয়ে অনেক অভিনেতা তাঁদের সঙ্গে কাজ করতেও ভয় পান বলে জানান সেই সাংবাদিক। তাঁর কথায়, “বেশ কয়েক জন পরিচালক রয়েছেন। আমি কারও নাম উল্লেখ করব না। একজন নির্দিষ্ট পরিচালক তো রয়েছেন বটেই, যিনি সলমন খান, রণবীর সিংহ, হৃতিক রোশন, শাহিদ কপূরের সঙ্গে কাজ করেছেন। আমি জানি, উনি সমকামী পুরুষ। কোনও মহিলার সঙ্গে উনি দীর্ঘ সম্পর্কে কখনও থাকেননি। মাত্র একটিই সম্পর্ক ছিল এক মহিলার সঙ্গে, যেটা হঠাৎ করে ভেঙেই যায়।”
আরও পড়ুন:
পরিচালকেরা বিশেষ কারণে নিজেদের যৌন অভিরুচির কথা লুকিয়ে রাখেন বলে জানান সেই সাংবাদিক। তিনি বলেন, “পরিচালকেরা নিজেদের যৌন অভিরুচি পরিষ্কার করে বললে, প্রথম সারির বহু অভিনেতাও কাজ করতে অস্বস্তি বোধ করবেন। পুরুষেরাও কাস্টিং কাউচ নিয়ে ভয় পান। বহু অভিনেতাই জানিয়েছেন, তাঁদেরও বিভিন্ন ক্ষেত্রে আপস করতে বলা হয়েছে। আয়ুষ্মান খুরানা ও রণবীর সিংহই খোলাখুলি কথা বলেছিলেন।”