বড় পর্দায় একের পর এক সাফল্যে পেতে থাকেন সুশান্ত। প্রত্যেক পদক্ষেপে অঙ্কিতা ছিলেন তাঁর পাশে। কিন্তু ‘রাবতা’ ছবির শ্যুটের সময় নায়িকা কৃতী শ্যাননের ঘনিষ্ঠ হয়ে পড়েন অভিনেতা। এর পরেই অঙ্কিতার সঙ্গে ছ’বছরের সম্পর্কে ইতি টানেন সুশান্ত। অনেকে বলেন, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র সাফল্যই বদলে দিয়েছিল সুশান্তকে।
সবই ঠিক চলছিল। কিন্তু সুশান্তের আকস্মিক মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল অঙ্কিতাকে। দুঃসংবাদ পেয়ে প্রাক্তন প্রেমিকের বাড়িতে ছুটে গিয়েছিলেন তিনি। সাদা পোশাক, অবিন্যস্ত চুলে বোঝা যাচ্ছিল মানসিক ভাবে তিনি কতটা বিধ্বস্ত। সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে চাননি তিনি। সুশান্তের জন্য বিচার চেয়ে সংবাদমাধ্যমে গলা ফাটিয়েছিলেন।