Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৪ ডিসেম্বর ২০২১ ই-পেপার

দু’বছর পর মাঠে নামছেন বলিউডের এই দুই সুপারস্টার!

নিজস্ব সংবাদদাতা
মুম্বই ১০ জুলাই ২০১৬ ১৬:৫৬

সদ্য মুক্তি পেয়েছে টিনসেল টাউনের অন্যতম সুপারস্টার সলমন খানের ‘সুলতান’। আর এখন আরও দুই ব্লক ব্লাস্টারের অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা। আগামী ১২ই অগস্ট মুক্তি পাচ্ছে আশুতোষ গোয়ারিকরের ‘মহেনঞ্জদরো’। আর ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে নীতিশ তিওয়ারির ‘দঙ্গল’। দু’টি ছবিতেই মুখ্য ভূমিকায় থাকছেন বলিউডের দুই হেভি ওয়েট নায়ক।

Advertisement

আরও পড়ুন: বিয়ে করছেন সম্ভবনা শেঠ, পাত্র কে?

অ্যাকশন রোমান্টিক হিস্টোরিক্যাল ছবি ‘মহেনঞ্জদরো’তে রয়েছেন হৃতিক রোশন এবং পূজা হেগড়ে। ২০১৪-এর ‘ব্যাং ব্যাং’-এর দু’বছর পর ফের পর্দায় মুখ দেখাবেন ডগ্গু। এ দিকে বলিউডের পারফেকশনিস্ট আমির খানও ২০১৪-এর সুপার হিট ‘পিকে’-র পর ‘দঙ্গল’-এ আসছেন মহাবীর সিংহ ফোগটের চরিত্রে। দু’বছর পর পর্দায় এসে কোন নায়ক ম্যাজিক দেখান সেটাই দেখার অপেক্ষায় গোটা দেশের বিনোদন মহল।

আরও পড়ুন

Advertisement