Advertisement
E-Paper

ইন্দো-চিন যৌথ প্রযোজনায় একসঙ্গে আমির-জ্যাকি

ভারত-চিন সম্পর্ক আরও মজবুত করতে তিন দিনের সফর সবেমাত্র শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দেশের সম্পর্কের উন্নতিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি এগিয়ে এসেছে বলিউডও। ‘সিনে’ রাজধানীর ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এ বার ফিল্মি গাঁটছড়া বাঁধবেন হংকং-য়ের মার্শাল শিল্পী তথা অ্যাকশন-কমেডি হিরো জ্যাকি চ্যানের সঙ্গে। গত বৃহস্পতিবার চিনের ‘ফিল্ম রেগুলেটর’-এর তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ১২:১০

ভারত-চিন সম্পর্ক আরও মজবুত করতে তিন দিনের সফর সবেমাত্র শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দেশের সম্পর্কের উন্নতিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি এগিয়ে এসেছে বলিউডও। ‘সিনে’ রাজধানীর ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এ বার ফিল্মি গাঁটছড়া বাঁধবেন হংকং-য়ের মার্শাল শিল্পী তথা অ্যাকশন-কমেডি হিরো জ্যাকি চ্যানের সঙ্গে। গত বৃহস্পতিবার চিনের ‘ফিল্ম রেগুলেটর’-এর তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।

আমির খান এবং জ্যাকি চ্যান, ইন্দো-চিন যৌথ উদ্যোগে পরপর তিনটি ছবিতে অভিনয় করবেন। চিনের মার্শাল আর্ট এবং ভারতের ঐতিহ্যকে কেন্দ্র করে তৈরি হবে প্রথম ছবি ‘কুংফু যোগ’। বৌদ্ধ সাধক জুয়ান ঝ্যাঙের জীবনকথা নিয়ে তৈরি হবে দ্বিতীয় ছবিটি। সতেরো বছর ধরে পদব্রজে গোটা ভারত ঘুরেছিলেন এই বৌদ্ধ ভিক্ষু। ষষ্ঠ শতকের গোড়ার দিকে ভারত-চিন সম্পর্ক নিয়ে ‘গ্রেট ট্যাং রেকর্ডস’ নামে তাঁর একটি বইও রয়েছে। যৌথ প্রযোজনার তৃতীয় ছবির নাম ঠিক হয়েছে— ‘দ্য নাও তিয়ান ঝু’।

Aamir Khan Jackie Chan Kung Fu China India Buddhist monk Xuan Zang
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy