Advertisement
E-Paper

আমির খানের এমন সাজের কারণ কী?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১০:২৩
নিজেদের এই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আমির।

নিজেদের এই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আমির।

খোশ মেজাজেই আছেন আমির খান। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ঠগস অব হিন্দোস্তান’ প্রত্যাশা মতো ব্যবসা করতে পারেনি। নিজেই জানিয়ে ছিলেন এই দেওয়ালিতে জীবনের সব থেকে বড় বাজিটা খেলতে চলেছেন তিনি। কিন্তু অমিতাভ বচ্চন-আমির খান এক সঙ্গে থাকলেও সেই ম্যাজিকটা তৈরি হয়নি বলেই মত দিয়েছেন বেশির ভাগ সিনেপ্রেমী।

কিন্তু ব্যক্তিগত জীবনে এই ব্যর্থতার প্রভাব পড়তে দেননি আমির। নিজের পরিবার ও সন্তানদের জন্য আলাদা করে সময় যে ঠিকই বের করে নিয়েছেন তিনি, তা দেখা যাচ্ছে সদ্য তাঁর করা কিছু ইনস্টাগ্রাম পোস্টে।

ইনস্টাগ্রামে নিজেদের বেশ কিছু মজার ছবি শেয়ার করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সেই ছবিগুলিতে আমিরের পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে বিখ্যাত ‘অ্যাসটেরিক্সকমিক্সের নানা চরিত্রে।

Obelix, Dogmatix, Asterix and Getafix the druid!

A post shared by Aamir Khan (@_aamirkhan) on

আরও পড়ুন: ‘ঠগস অব হিন্দোস্তান’ দর্শকদের বিচারে ‘জিরো’ পেল?

আমির-পুত্র ছোট্ট আজাদকে দেখা যাচ্ছে অ্যাসটেরিক্সের বেশে। আমির ও তাঁর স্ত্রী কিরণ রাও সেজেছেন যথাক্রমে ওবেলিক্স ও গেটাফিক্স। আরও মজার হল, তাঁদের পোষ্য কুকুরও আছে এই ছবিগুলিতে। ওবেলিক্সরূপী আমিরের কোলের কুকুরটিকে দেওয়া হয়েছে ওবেলিক্সেরই পোষ্যের নাম, ‘ডগম্যাটিক্স’।

আরও পড়ুন: কিরণ রাওয়ের সঙ্গে রীনা দত্তের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আমির

বন্ধুদের জন্য আজাদের দেওয়া ‘অ্যাসটেরিক্স’ থিম পার্টির আয়োজনেই তার বাবা-মায়ের এমন সাজ বলে জানা গিয়েছে। আরও মজা করে কিরণ আজাদকে খাইয়ে দিচ্ছেন, এমন একটি ছবি পোস্ট করে আমির লিখেছেন যে, “অ্যাসটেরিক্স তার শক্তি বাড়ানোর স্যুপ খাচ্ছে। ওবেলিক্স এখনও অপেক্ষায়।”

Obelix waits in line for the magic potion, while Asterix is drinking his dose.

A post shared by Aamir Khan (@_aamirkhan) on

Aamir Khan Kiran Rao Azad Asterix Obleix Getafix Bollywood Celebrity Dogmatix
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy