Advertisement
E-Paper

নতুন প্রেম এসেছে জীবনে! তবু কেন অবসাদ ঘিরে ধরছে আমির খানকে?

প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও-এর সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। পুত্রকন্যাদের সঙ্গেও প্রায়ই সময় কাটান। কিন্তু তার মধ্যেও এক বিশেষ কারণে অবসাদ ঘিরে ধরে তাঁকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৩
Aamir Khan revealed that he goes into depression when his films do not work well dgtl

কেন অবসাদগ্রস্ত আমির খান? ছবি: সংগৃহীত।

সদ্য নাকি প্রেমে পড়েছেন তিনি! বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার সঙ্গে নাকি পরিবারের পরিচয়ও করিয়ে দিয়েছেন। তার মাঝেও নিজের অবসাদ নিয়ে কথা বললেন আমির খান। প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। পুত্রকন্যাদের সঙ্গেও প্রায়ই সময় কাটান। কিন্তু তার মধ্যেও এক বিশেষ কারণে অবসাদ ঘিরে ধরে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেন তিনি।

‘লাল সিংহ চড্ডা’, ‘ঠগস্‌ অফ্‌ হিন্দুস্তান’, ‘সিক্রেট সুপারস্টার’— একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। আমির খানের নামের আগে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা রয়েছে ঠিকই, কিন্তু তাঁর শেষ কয়েকটি ছবি সাফল্যের মুখ দেখেনি। এই সব নিয়ে প্রায়শই অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। এর আগেও অবসাদ নিয়ে খোলাখুলি কথা বলেছেন আমির।

এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, ছবিতে ভাল করে অভিনয় করতে না পারলে অথবা বক্স অফিসে ছবি অসফল হলে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন। আবেগপ্রবণ মানুষ হওয়ার জন্যই ব্যর্থতা সামলে উঠতে সময় লাগে বলে জানান তিনি। আমির বলেছেন, “আমার ছবি না চললে, আমার খুব মনখারাপ হয়। ছবি তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ। অধিকাংশ ক্ষেত্রেই পরিকল্পনামাফিক সব কিছু হয় না।” ‘লাল সিংহ চড্ডা’ ছবিতেও নিজের অভিনয় নিয়ে সন্তুষ্ট নন আমির। টম হ্যাংকস অভিনীত ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ছিল এই ছবি। তাই তাঁর কথায়, “টম হ্যাংকসের মতো ভাল অভিনয় আমি করতে পারিনি।”

আমির আরও বলেন, “ছবি অসফল হলে, দু’-তিন সপ্তাহের জন্য আমি অবসাদে চলে যাই। তার পরে অবসাদ কাটিয়ে উঠলে আমি আমার সহযোগী দলের সঙ্গে বসে আলোচনা করি, ভুলটা কোথায় হল। আমি সত্যিই আমার ব্যর্থতাকে খুবই গুরুত্ব দিই। ব্যর্থতাই আমাকে আরও ভাল কাজ করতে অনুপ্রাণিত করে।”

Aamir Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy