Advertisement
E-Paper

ইউটিউবে সাড়া ফেলেছে আমিরের গাওয়া ‘ধক্কড়’

‘গুলাম’-এর ‘আতি ক্যায়া খান্ডালা’-র পর ‘দঙ্গল’-এর ‘ধক্কড়’। সামনে এল আমির খানের গাওয়া দ্বিতীয় গান। সেই গানটি ইতিমধ্যেই ইউটিউবে সাড়া ফেলেছে। আমিরের গাওয়া ‘ধক্কড়’ ভার্সনটি মুক্তি পেয়েছে মাত্র এক দিন আগে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ১৪:০০

‘গুলাম’-এর ‘আতি ক্যায়া খান্ডালা’-র পর ‘দঙ্গল’-এর ‘ধক্কড়’। সামনে এল আমির খানের গাওয়া দ্বিতীয় গান। সেই গানটি ইতিমধ্যেই ইউটিউবে সাড়া ফেলেছে। আমিরের গাওয়া ‘ধক্কড়’ ভার্সনটি মুক্তি পেয়েছে মাত্র এক দিন আগে। এরই মধ্যে প্রায় সাড়ে চার লক্ষ দর্শক গানটি শুনে ফেলেছেন।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘গুলাম’ ছবিতে অভিনয় করেছিলেন আমির খান ও রানি মুখোপাধ্যায়। ওই ছবিতে দারুণ জনপ্রিয় ‘আতি ক্যায়া খান্ডালা’ গানটি গেয়েছিলেন নায়ক নিজেই। সেটিই ছিল ছবির জন্য গাওয়া আমিরের প্রথম গান। এর পর আর গায়ক আমিরকে পাওয়া যায়নি। কিন্তু দীর্ঘ ১৮ বছর পর আবারও ছবির জন্য গাইলেন তিনি।

সেদিনের যুবক আমির খান এখন মধ্যবয়সী। কিন্তু তাঁর ছবি ঘিরে আকর্ষণ একটুও তো কমেইনি, বরং বেড়েছে অনেক গুণ। আমির যেভাবে ‘ধক্কড়’ গানটি গেয়েছেন, তাতে এই গানের জনপ্রিয়তা যে এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে তা নিশ্চিত ভাবে বলা যায়।

আরও পড়ুন: সইফ-করিনার ছেলের নামের মানে জানেন?

এই গানের মাধ্যমেই ‘দঙ্গল’ ছবিতে আমিরের দুই অনস্ক্রিন মেয়ে ফতিমা সানা শেখ এবং শানয়া মলহোত্রকে দর্শকদের সঙ্গে আলাপ করানো হচ্ছে। গানের ফাঁকে ফাঁকে চলছে ‘ধক্কড়’ গার্লদের সঙ্গে কুস্তিগীরদের লড়াই। ৫১ বছরের আমিরের চোখে সুর্মা আর পরণে র‍্যাপ আর্টিস্টদের পোশাক। সঙ্গে দুর্দান্ত ডান্স পারফরম্যান্স। সব মিলিয়ে জমজমাট আমিরের গাওয়া ‘ধক্কড়’।

দেখুন সেই গান-

Aamir Khan Dangal Dhakad Song Aisi Dhakad Hai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy