Advertisement
E-Paper

Amir khan- Ira khan: স্নানদৃশ্যে আরও বাড়ল গ্রীষ্মের আঁচ, জলকেলিতে মশগুল আমির-কন্যা ইরা

জলে নামতে কি কোনও কারণ লাগে? বিশেষত এই গরমে!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৬:১২
নিজের ঔজ্জ্বল্যেই বারবার নজরে ইরা

নিজের ঔজ্জ্বল্যেই বারবার নজরে ইরা

অভিনয় জগতের জৌলুস থেকে দূরে থাকলেও নিজের ঔজ্জ্বল্যেই বারবার নজরে আসেন বলিউডের পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের কন্যা ইরা খান। সোমবার বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে জলকেলিতে মশগুল ছিলেন ইরা। কালো বিকিনিতে তাঁর উছলে পড়া যৌবন উষ্ণতার পারদ আরও বাড়িয়ে দিল। ইরার স্নানের ছবি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় হইচই।

ছবি পোস্ট করে আমির-তনয়া লিখেছেন, 'আমরা সাঁতারের পোশাকের মডেলও হতে পারি... জলে নামতে কি কোনও কারণ লাগে? বিশেষত এই গরমে!'

প্রথম ছবিতে বান্ধবীর সঙ্গে পোজ দিয়েছেন ইরা। পরের একটি ছবিতে ফ্রেঞ্চ ফ্রাই ধরলেন বন্ধুর মুখে। তাঁদের জলকেলির আনন্দঘন ছবি উপভোগ করলেন নেটাগরিকরা। গ্রীষ্মের আঁচে ইরার জলছবি দেখে উল্টে দাবদাহ বেড়েই গেল, এমনটাই বলছেন অনেকে।

করোনা আবহে ইরা খান তাঁর বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। নূপুরের প্রতি তাঁর হৃদয়ের অনুভূতি প্রায়ই শেয়ার করেন। ছবিও দেন একসঙ্গে।

Ira Khan Amir Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy