মুক্তি পেয়েছে বীর দাস পরিচালিত ছবি ‘হ্যাপি পটেল: খতরনাক জাসুস’। বলিউডে এখন ‘অনসম্বল কাস্ট’ অর্থাৎ একসঙ্গে একাধিক নামী অভিনেতাদের নিয়ে তৈরি হচ্ছে ছবি। এই ছবিটিও তেমনই। পরিচালক নিজেও অভিনয় করেছেন। তিনি কৌতুকাভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত। তিনি ছাড়াও অভিনয় করেছেন আমির খান, ইমরান খান, শারিব হাশমী, মোনা সিংহ, মিথিলা পালকর। প্রত্যেকেই অভিনয়জগতে গুরুত্বপূর্ণ নাম। আমির খান প্রযোজিত এই ছবিতে কে কত টাকা পারিশ্রমিক পেয়েছেন, এ বার তা এল প্রকাশ্যে।
ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন আমির নিজেও। তাই প্রথমে অনেকে অনুমান করেছিলেন, আমিরই সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন। কিন্তু না, বীর দাস পেয়েছেন সবচেয়ে বেশি পারিশ্রমিক। পরিচালনা ও অভিনয় উভয়ের জন্য মোট ৩ থেকে ৪ কোটি টাকা পেয়েছেন তিনি। আমির খান পেয়েছেন ২-৩ কোটি টাকা, ক্যামিয়ো চরিত্রের জন্য।
আরও পড়ুন:
মিথিলা পালকর নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। জানা যাচ্ছে, তিনি ১ থেকে ১.৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ‘ফ্যামিলি ম্যান’-সহ বহু জনপ্রিয় সিরিজ়ে অভিনয় করেছেন শারিব হাশমী। এই ছবিতেও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। তাঁর পারিশ্রমিক ১ কোটি টাকা বলে জানা যাচ্ছে। খলচরিত্রে অভিনয় করেছেন ইমরান খান। বহু দিন পরে তিনি আবার ফিরেছেন অভিনয়ে। এ বারও তিনি মামা অর্থাৎ আমিরের প্রযোজিত ছবিতে। তাঁর পারিশ্রমিক ৫০ থেকে ৭৫ লক্ষ টাকা বলে জানা যাচ্ছে।
আমির খান প্রযোজিত এই কমেডি ছবির বাজেট ২৫ কোটি টাকা। প্রথম দিনে বক্সঅফিসে এই ছবি ১.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। এর আগে আমির প্রযোজিত ও ইমরান ও বীর অভিনীত ছবি ‘ডেলি বেলি’ দর্শকের পছন্দ হয়েছিল। এই ছবিও সেই একই ধারা বজায় রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার।