Advertisement
E-Paper

আজ বিবাহবার্ষিকী, কিন্তু সেলিব্রেট করছেন না অভিষেক-ঐশ্বর্যা

১০ বছর। আজ থেকে ঠিক ১০ বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। আজ তাঁদের বিবাহবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বলি সেলেবরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ১৮:৩৭
বিয়ের পর মন্দিরে অভিষেক-ঐশ্বর্যা।— ফাইল চিত্র।

বিয়ের পর মন্দিরে অভিষেক-ঐশ্বর্যা।— ফাইল চিত্র।

১০ বছর। আজ থেকে ঠিক ১০ বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। আজ তাঁদের বিবাহবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বলি সেলেবরা। কর্ণ জোহর ঐশ্বর্যা-অভিষেকের ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘১০টা সুন্দর বছর কাটানোর জন্য অভিনন্দন অভিষেক বচ্চন। কী ভাবে সময় চলে যায়। এখনও তোমাদের সঙ্গীতের দিন ঐশ্বর্যার পারফরম্যান্সের কথা মনে আছে।’’

আরও পড়ুন, প্রকাশ্যে রানিকে উপেক্ষা করলেন কাজল-অজয়! ভাইরাল সেই ভিডিও

কিন্তু আজ কোনও সেলিব্রেশন নেই বচ্চন পরিবারে। সদ্য প্রয়াত হয়েছেন ঐশ্বর্যার বাবা কৃষ্ণরাজ রাই। ফলে এ বছর কোনও অনুষ্ঠানই আলাদা করে সেলিব্রেট করবেন না বচ্চন পরিবারের কোনও সদস্যই।

দিন কয়েক আগেই সোশ্যাল নেটওয়ার্কে অভিষেক শেয়ার করেছিলেন তাঁর প্রোপোজ করার নেপথ্য কাহিনি। তিনি লিখেছিলেন, ‘‘কনকনে ঠান্ডার নিউইয়র্ক। ব্যালকনিতে দাঁড়িয়ে সে বলল, ইয়েস।’’ শোনা যাচ্ছে অফস্ক্রিন এই জুটি এ বার মণিরত্নমের ছবিতে ফিরছেন অনস্ক্রিনে!

Abhishek Bachchan Aishwarya Rai Bachchan Karan Johar celebrities Bollywood Couples Marriage Anniversary
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy