২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। তবে বছরখানেক ধরে জল্পনা, তাঁদের ভরা সংসারে নাকি চিড় ধরেছে। শোনা গিয়েছিল, মেয়েকে নিয়ে নাকি শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের সঙ্গে থাকেন ঐশ্বর্যা। সম্প্রতি এক অনুষ্ঠানের মঞ্চে অভিষেকের সঙ্গে দেখা গেল না অভিনেত্রীকে। আবার বিচ্ছেদ নিয়ে জল্পনা ঘনীভূত হল।
বছরের পর বছর একাধিক বাণিজ্যসফল ছবি দর্শককে উপহার দিয়েছেন অভিষেক। বহু ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের বিশেষ প্রশংসা পেয়েছে। অথচ, প্রায় ২৫ বছরের অভিনয়জীবনে এই প্রথম সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি। স্বাভাবিক ভাবেই পুরস্কার নিতে মঞ্চে উঠে আবেগঘন হয়ে পড়েন ৪৯ বছরের অভিনেতা। কিন্তু, তাঁর এই বিশেষ দিনেও দেখা মিলল না তাঁর স্ত্রী ও কন্যার। যদিও অনুষ্ঠানে হাজির ছিলেন মা জয়া বচ্চন, দিদি শ্বেতা বচ্চন ও ভাগ্নি নব্যা নভেলি নন্দা। মঞ্চে পুরস্কার নিতে উঠে স্ত্রী ও কন্যার কথা উল্লেখ করেন অভিনেতা। শুধু তা-ই নয়, এই পুরস্কার বাবা অমিতাভ বচ্চন ও মেয়ে আরাধ্যাকে উৎসর্গ করেন অভিষেক।
আরও পড়ুন:
কিন্তু, সঙ্গীর এমন এক বিশেষ দিনেও এলেন না ঐশ্বর্যা? তা হলে কি সত্যিই সম্পর্কে ভাঙন ধরেছে? চিড় কি এতই গভীর, যে তা আর মেরামত করাও সম্ভব নয়? ঐশ্বর্যার অনুপস্থিতিতে অনুরাগীদের মনে এমনই বহু প্রশ্ন। সমাজমাধ্যমে এক অনুরাগী লেখেন, “অনুষ্ঠানে ঐশ্বর্যা ও আরাধ্যা নেই কেন?” অন্য একজন মন্তব্য করেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীরাই উপস্থিত নেই।” গত এক বছরেরও বেশি সময় ধরে অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তাঁরা প্রকাশ্যে এই বিষয়ে কোনও কথা বলেননি কখনও। উল্টে বার বার সেই গুঞ্জনে জল ঢালারই চেষ্টা করেছেন। কিন্তু, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঐশ্বর্যা-আরাধ্যার অনুপস্থিতি ফের একই প্রশ্ন তুলছে। তা হলে কি সত্যিই বিচ্ছেদ হচ্ছে অভিষেক ও ঐশ্বর্যার?