বাবারা নাকি নিজের লক্ষ্যপূরণ করতে বাইরে বাইরে কাজ করে বেড়ান। মায়েরা থাকেন সন্তানকে ‘মানুষ’ করার জন্য। এমনই মনে করেন অমিতাভ বচ্চন-পুত্র অভিষেক বচ্চন। সন্তান আরাধ্যাকে মানুষ করার সমস্ত কৃতিত্ব স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকে দিতে গিয়েই এমন মন্তব্য করে ফেললেন অভিনেতা।
গত বছর খবর ছড়িয়েছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক-ঐশ্বর্যা। তবে নিজেরাই সেই জল্পনায় জল ঢেলেছেন। তাঁরা নাকি দিব্যি আছেন। অনুরাগীদের ধারণা, আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠান থেকেই ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি এসেছেন। যদিও বিচ্ছেদ জল্পনা বা ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া— কোনও প্রসঙ্গেই কখনও মুখ খোলেননি দম্পতি।
আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, তাঁর জীবনে বড় প্রভাব রয়েছে, কন্যা আরাধ্যার। যদিও তাকে বড় করে তোলার নেপথ্যে যাবতীয় অবদান ঐশ্বর্যার, এমনই মনে করেন অভিনেতা। অভিভাবক হিসাবে অভিষেক-ঐশ্বর্যা দু’জনেই কিছু নিয়ম বেঁধে দিয়েছেন আরাধ্যার জন্যে, তা-ও জানান তিনি।
মেয়ে আরাধ্যা যেন মায়ের ছায়াসঙ্গী। সর্বক্ষণ ঐশ্বর্যার হাত ধরেই থাকে। অভিনয়েও তার আগ্রহ রয়েছে। আলফা প্রজন্মের প্রতিনিধি হয়েও আরাধ্যার কাছে নেই মোবাইল ফোন। সমাজমাধ্যমেও এখনও অনুপস্থিত সে, মা-বাবাই এই নিষেধাজ্ঞা চাপিয়েছেন। শুধু উচ্চতায় মাকে ছাড়িয়ে গিয়েছে সে।
মেয়েকে বড় করে তোলার পিছনে ঐশ্বর্যাকে কৃতিত্ব দিতে চেয়েছেন। অভিষেকের কথায়, ‘‘বাবাদের বাইরে বেরোতে হয়। তাঁদের লক্ষ্যে পৌঁছানোর তাগিদ থাকে, কাজ করতে হয়। সেই জন্যই যে কোনও শিশুর কাছে মা সব থেকে বড় ভরসা। আমি মনে করি বাবারা কখনওই মায়েদের মতো আত্মত্যাগ করতে পারবেন না। আমাদের সন্তানকে এত ভাল ভাবে মানুষ করার নেপথ্যে রয়েছে ঐশ্বর্যাই।’’