বয়স মাত্র তিন। কিন্তু তাতে কী? এর মধ্যেই বাবা অর্থাত্ শাহরুখ খানের ছবি ‘রইস’-এর প্রোমোশন করছে ছোট্ট আব্রাম। কী ভাবে? বাবার মতো থ্রি-ডি গ্লাস পরে নাকি বলছে, বিখ্যাত ডায়লগ ‘ব্যাটারি নাহি বোল নে কা।’ বাপ-ব্যাটার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ শাহরুখ খান।