Advertisement
E-Paper

বাংলাদেশে ফিরছেন তারেক। মোদী উত্তরপ্রদেশে। ‘আদি’ নেতাদের নিয়ে সম্মেলন বিজেপির। আর কী নজরে

বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রের ঢাকায় প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে সে দেশে। আগামী বছরেই বাংলাদেশে নির্বাচন রয়েছে। তার আগে গত সপ্তাহ থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

১৭ বছরেরও বেশি সময় পরে আজ বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা তারেক রহমান। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রের ঢাকায় প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে সে দেশে। আগামী বছরেই বাংলাদেশে নির্বাচন রয়েছে। তার আগে গত সপ্তাহ থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এই পরিস্থিতির মধ্যে আজ বাংলাদেশে ফিরছেন খালেদাপুত্র।

বৃহস্পতিবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। তাঁর জন্মবার্ষিকীতে উত্তরপ্রদেশের লখনউয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বস্তুত, এই লখনউ থেকেই দীর্ঘ সময় সাংসদ ছিলেন বাজপেয়ী। বৃহস্পতিবার লখনউ থেকে মোদী কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে।

আজ পশ্চিমবঙ্গ বিজেপির ‘আদি’ নেতাদের নিয়ে সম্মেলনে দলের রাজ্য নেতৃত্ব। তপন শিকদারের আমল থেকে দিলীপ ঘোষের জমানা পর্যন্ত যে বিজেপি নেতারা রাজ্য এবং জেলা স্তরে নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং যাঁরা লোকসভা বা বিধানসভা ভোটে লড়েছিলেন, অথচ এখন কোনও দায়িত্বেই নেই, তাঁদের ডাকা হয়েছে এই সম্মেলনে। আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে বিজেপির প্রত্যেক কর্মক্ষম নেতা এবং কর্মী ময়দানে নামেন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। কলকাতার জাতীয় গ্রন্থাগারে এই কর্মসূচির আয়োজন হয়েছে। বক্তা হিসাবে থাকবেন সুনীল বনসল, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী।

শীতের আমেজ বাড়তে শুরু করেছে রাজ্যে। বাড়ছে উত্তুরে হাওয়ার দাপটও। বুধবারই কলকাতার পারদ ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। বড়দিনে আরও কিছুটা নামতে পারে পারদ। চলতি সপ্তাহে রাজ্যে সর্বত্রই আবহাওয়া শুষ্কই থাকবে। বৃহস্পতিবার সকালের দিকে জেলায় জেলায় কুয়াশাও থাকবে।

News of the Day Bangladesh bnp Atal Bihari Vajpayee Narendra Modi BJP Weather Update
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy