Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৩ জানুয়ারি ২০২২ ই-পেপার

‘রইস’ দেখে কী বলল আব্রাম?

সংবাদ সংস্থা
২৮ জানুয়ারি ২০১৭ ১৬:৩৪

তিন বছর বয়েসেই সে খুদে সেলেব। সে অর্থাত্ শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম। বাবার সঙ্গে শুটিংয়ে যাওয়া হোক বা ক্যামেরার সামনে পোজ— সবেতেই সে রাজি। থ্রি-ডি চশমা পরে সদ্যমুক্তি পাওয়া ‘রইস’-এ প্রচারও করেছে সে। এ বার ওই ছবিরই জনপ্রিয় গান ‘লায়লা ম্যায় লায়লা’-র সঙ্গে পারফর্মও করে ফেলল।

আরও পড়ুন, শাহরুখ আমাকে নষ্ট করেছে, বিস্ফোরক দাবি এই নায়িকার

ঘটনাটি ঠিক কী? সম্প্রতি এক সাক্ষাত্কারে শাহরুখ জানিয়েছেন, ইতিমধ্যেই নাকি দু’বার ‘রইস’ দেখে ফেলেছে আব্রাম। পর্দায় বাবাকে দেখলেই সে চেঁচিয়ে উঠছে, ‘গো পাপা গো।’ এই ছবিতেই রয়েছে সানি লিওনের আইটেম নাম্বার ‘লায়লা ম্যায় লায়লা’। এই গানটা নাকি দারুণ পছন্দ খুদে আব্রামের। যখনই শুনছে, গানের সঙ্গে একপক নেচে নিচ্ছে সে।

Advertisement

বহু বাধা পেরিয়ে গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘রইস’। এই ছবিতেও দর্শক প্রথম দেখলেন শাহরুখ খান ও পাক অভিনেত্রী মাহিরা খানের জুটিকে। সানি লিওনও এই প্রথম শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন।

আরও পড়ুন, বয়স লুকিয়েছেন শাহরুখ খান!

আরও পড়ুন

Advertisement