Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পর্তুর ব্রিজে অ্যাকশন

পর্তুগালের উপকূলীয় একটি শহর পর্তু। সেখানকার বৃহত্তম সেতু দু’দিন বন্ধ রেখে একটি চেজ়িং দৃশ্যের শুট হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ০০:০১
Share: Save:

আজ মুক্তি পাচ্ছে প্রভাস অভিনীত ‘সাহো’, যা বছরের সবচেয়ে বড় অ্যাকশন মুভি মনে করা হচ্ছে। তবে হৃতিক রোশন ও টাইগার শ্রফের ‘ওয়র’ প্রভাসের ছবিকে টেক্কা দেবে বলেই শোনা যাচ্ছে।

কারণ এই ছবিতে বিদেশের বিভিন্ন প্রান্তে যে মাপের অ্যাকশন দৃশ্য শুট করা হয়েছে, তা তাক লাগানোর মতোই। সাতটি দেশের পনেরোটি শহরে শুট হয়েছে।

পর্তুগালের উপকূলীয় একটি শহর পর্তু। সেখানকার বৃহত্তম সেতু দু’দিন বন্ধ রেখে একটি চেজ়িং দৃশ্যের শুট হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ বললেন, ‘‘স্থানীয়রা খুব সাহায্য করেছেন। তবে ওদের কাছে পুরো ব্যাপারটা খুব বিস্ময়কর ছিল। কোনও ছবির শুটের জন্য ওদের শহরে এ ভাবে লকডাউন, আগে কখনও হয়নি।’’ হৃতিক ও টাইগারের অনুরাগীরাও বিস্ময় সামলে রাখতে পারছেন না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Prabahs hrithik roshan saaho
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE