তারকারা নাকি প্রযোজকদের নাজেহাল করে মারেন। তাঁদের চাহিদার অন্ত নেই। অভিনয়ের থেকে নিজেদের চাহিদা নিয়েই তাঁরা বেশি মাথা ঘামান। বিস্ফোরক দাবি আমির খানের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন তাঁর কর্মজীবনের শুরুর অভিজ্ঞতার কথা। প্রযোজকদের উপর নাকি নিজেদের ব্যক্তিগত খরচও চাপিয়ে দিতেন কয়েক জন তারকা। ছবি তৈরির সঙ্গে এই সব খরচের যদিও কোনও সংযোগ ছিল না। শুটিং সেটেই এই তারকাদের দাবির তালিকা ছিল বিরাট।
আমির বলেছেন, “তারকাদের অবশ্যই পরিচিতির দরকার। কিন্তু এমন কিছু করা উচিত নয়, যেখানে তাঁদের জন্য প্রযোজকদের সমস্যায় পড়তে হয়।” এই তারকাদের জন্য অতিরিক্ত কী কী খরচ করতে হয় প্রযোজকদের? অভিনেতা বলেছেন, “একটা সময়ে এমনও দেখতাম যে, তারকাদের ব্যক্তিগত গাড়ির চালক, দেখাশোনা করার সহকারীর পারিশ্রমিকও দিতে হত প্রযোজকদের। এই বিষয়টা আমার খুবই অদ্ভুত লাগত।”
আমিরের তখন মনে হত, “আমার গাড়ির চালক ও আমার সহযোগী তো আমার জন্য কাজ করছেন। এঁদের কেন প্রযোজক টাকা দিতে যাবেন? আমার ব্যক্তিগত বিষয়ে প্রযোজক খরচ করছেন! তা হলে কি আমার সন্তানদের স্কুলের খরচও তাঁরাই বহন করবেন? এর শেষ কোথায়!”
আরও পড়ুন:
এখনও তারকারা এমনই ভাবেন বলে জানান আমির। নিজেরা চালক ও সহকারীর পারিশ্রমিক না দিয়ে প্রযোজককে সেই খরচ দিতে বলেন তাঁরা। অভিনেতা বলেছেন, “প্রযোজকেরা তারকাদের স্পট বয়ের খরচও দেয় এখন। এখানেই শেষ নয়। এমনকি তারকাদের শরীরচর্চার প্রশিক্ষক, রন্ধনকর্মীর খরচও তাঁদেরই দিতে হয়। আজকাল নাকি ছবির সেটেই রান্নাঘর বানিয়ে দিতে হয় প্রযোজকদের। কিছু ক্ষেত্রে জিম করার জায়গার দাবিও করেন তারকারা।”
কোটি কোটি টাকা আয় করার পরেও এই তারকারা নিজের পকেট থেকে টাকা খরচ করেন না। এই বিষয়টি খুবই লজ্জার বলে মনে করেন আমির। তাঁর দাবি, তিনি এই ব্যক্তিগত খরচ কখনও তাঁর প্রযোজকদের উপর চাপিয়ে দেননি।