দীপিকা পাড়ুকোন বনাম সন্দীপ রেড্ডি বঙ্গা। গত কয়েক দিন ধরে এই তরজা আলোচনার কেন্দ্রে। ‘স্পিরিট’ ছবিতে অভিনয় করার জন্য কয়েকটি শর্ত রেখেছিলেন দীপিকা। দিনে আট ঘণ্টা শুটিং করবেন এবং ২০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। ছবির নির্মাতারা মেনে নেননি অভিনেত্রীর দাবি। তার পরেই বাদ পড়তে হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে দীপিকার নাম না করে তাঁকে ‘নারীবাদ’ নিয়েও খোঁচা দিয়েছেন সন্দীপ রেড্ডি বঙ্গা। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন অজয় দেবগন।
দীপিকা গত বছর সেপ্টেম্বর মাসে মা হয়েছেন। কন্যা দুয়াকে সময় দিতে চাইছেন তিনি। বলিউডের নতুন মা হয়েছেন, এমন অভিনেত্রীদের বিষয় অজয়কেও প্রশ্ন করা হয়। অজয়ের সঙ্গে কাজলও ছিলেন। নতুন মা হয়েছেন এমন অভিনেত্রীরা আট ঘণ্টার বেশি কাজ করতে চাইছেন না, এই প্রসঙ্গে দু’জনই উত্তর দিয়েছেন। কাজল বলেছেন, “আপনি চাইলে কম কাজও করতে পারেন। এটা তো ভালই।”
আট ঘণ্টা কাজে সম্মতি নেই বেশ কয়েক জন পরিচালকের। অজয় বলেন, “মানুষ কিন্তু বোঝে। সৎ পরিচালকদের এই নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। মা হয়েছেন যাঁরা তাঁদের বাদ দিয়েও এখন অনেকে আট-নয় ঘণ্টা কাজ করছেন। এটা ব্যক্তিবিশেষে নির্ভর করে। বেশির ভাগ ইন্ডাস্ট্রিই কিন্তু এই বিষয়গুলো বোঝে।” অজয়ের এই মন্তব্যের পরেই অনুরাগীদের অনুমান, দীপিকাকেই সমর্থন করছেন তিনি। পাশাপাশি, সন্দীপ রেড্ডি বঙ্গাকেও তিনি একহাত নিয়েছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, ‘স্পিরিট’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকার। অভিনেত্রী নিজের মতামত স্পষ্ট করে বলেন বিভিন্ন ক্ষেত্রে। অন্য দিকে, সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে রয়েছে ‘নারীবিদ্বেষী’ তকমা। তাঁর ছবিতে এখনও পর্যন্ত শক্তিশালী নারীচরিত্র দেখা যায়নি। তাই ‘স্পিরিট’-এ দীপিকাকে নিয়ে ধন্দে ছিলেন অনুরাগীরা? কিন্তু শেষ পর্যন্ত ছবি থেকেই বাদ পড়েছেন তিনি। তাঁর জায়গায় দেখা যাবে তৃপ্তি ডিমরিকে। ৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি।