জলের অভাবে ভুগছে পাকিস্তান। করাচি বিমানবন্দরের শৌচালয়ে জলের ছিটেফোঁটা নেই। এমনই অভিযোগ তুললেন পাকিস্তানি অভিনেত্রী হিনা বয়াত। একটি ভিডিয়ো পোস্ট করে এই অভিযোগ তুলে ধরেন তিনি। মুহূর্তে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
করাচি বিমানবন্দরের কোনও শৌচালয় থেকে জল পড়ছে না। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই ভিডিয়ো ভারতে ছড়িয়ে পড়তেই নেটাগরিকেরাও খোঁচা দিয়ে বলেছেন, “পাকিস্তানের মানুষ জলের জন্য কাঁদছে।” ভিডিয়োতে হিনা বলেছেন, “আজ ইয়ায়ুম-এ-তকবীর। এখন আমি পাকিস্তানের করাচি বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছি। আজকের দিনে পাকিস্তানের সাফল্য উদ্যাপন করে থাকি আমরা। কিন্তু আজই দেখছি এখানে একটাও শৌচালয়ে জল নেই।”
বিমানবন্দরে মানুষ কী কী সমস্যায় পড়েছে, সেগুলিও তুলে ধরেন হিনা। তিনি বলেন, “নমাজ পড়ার আগে হাত-পা ধোওয়ার জন্য অথবা বাচ্চাদের জন্য শৌচালয়ে যাচ্ছেন অনেকেই। কিন্তু সেখানে জল নেই। আমাদের বিমানবন্দর, আমাদের প্রশাসনের এই অবস্থা কী ভাবে হয়ে গেল? এই ভুলটা কেউ স্বীকারও করবে না। কিন্তু এই ভুলগুলো সংশোধন করা উচিত। এত নতুন প্রকল্প হচ্ছে। নতুন ট্রেনের কথা চলছে। কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে জল নেই। সেটার দিকে কেউ নজরও দিচ্ছে না। সত্যিই দুর্ভাগ্যজনক।”
আরও পড়ুন:
১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ প্রথম বার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল। তাই এই দিনটিকে জাতীয় দিবস হিসাবে পালন করে পাকিস্তান। একেই বলা হয় ইয়ায়ুম-এ-তকবীর।
উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।