হিসেব বলছে, তাঁরা ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছেন দ্বিতীয় অধ্যায়! কিন্তু ইনস্টাগ্রাম বলছে অন্য গল্প। সৌরভ দাস-অনিন্দিতা বসু সদ্য পা রেখেছেন ‘প্রথম অধ্যায়’-এ। রহস্য থাক। গত রাতে নতুন বাড়ির ছবি তারকা যুগল শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই বাড়িরই নাম ‘প্রথম অধ্যায়’।
বিয়ে হচ্ছে কবে? ফোনে ধরার পর অনিন্দিতার কাছে আনন্দবাজার ডিজিটালের প্রথম প্রশ্ন ছিল এটাই। হাসতে হাসতে জবাব দিলেন, "আরে! এক্ষুণি কেন? ওর জন্য এখনও অনেক সময় হাতে রয়েছে।"
অর্থাৎ, গত চার বছরেও প্রেম পুরনো হয়নি যুগলের কাছে। তা হলে নতুন বাড়ি? অভিনেত্রীর যুক্তি, এমন একটি বাড়ির স্বপ্ন আমরা চার বছর ধরে দেখেছি। সেই স্বপ্ন বাস্তব হল গত এক বছরে।