‘ধুরন্ধর’ ছবির ঝলকে ভয় ধরিয়েছেন অর্জুন রামপাল। একেবারে অন্য এক অবতারে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে তিনি পাকিস্তানের আইএসআই সংস্থার আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন। ঝলকের শুরুতেই দেখা যাচ্ছে, এক ব্যক্তির শরীরে অসংখ্য সূচ ফুটিয়ে রেখেছেন তিনি। নিষ্ঠুর ভাবে অত্যাচার চালাচ্ছেন। এই দৃশ্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
এত নৃশংস চরিত্রে কী ভাবে অভিনয় করলেন অর্জুন? সম্প্রতি ছবির ঝলকমুক্তি অনুষ্ঠানে পরিচালক আদিত্য ধরের সঙ্গে উপস্থিত ছিলেন অর্জুন। অনুষ্ঠানে তিনি বলেন, “এই দৃশ্য নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। কারণ পরিচালকের ভাবনা নিয়ে কথা বলতে গেলে খুব একঘেয়ে লাগে। তাই আমি এটা নিয়ে কথা বলব না।”
আরও পড়ুন:
অর্জুন আরও বলেন, “আজ দিনটা আমার কাছে বিশেষ। তার কারণ এই বিশেষ ছবিটা আদিত্য ধর তৈরি করেছেন।” ঝলকে তুলনায় কম দেখা গিয়েছে রণবীর সিংহকে। রণবীর অভিনীত চরিত্রের নামও ধোঁয়াশায় রাখা হয়েছে। চরিত্রটি নিয়ে ইতিমধ্যেই কৌতূহল শুরু হয়েছে দর্শকের মধ্যে।
‘ধুরন্ধর’ ছবির ঝলকে হিংসা ও রক্তারক্তির দৃশ্য দেখে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন অনেকে। নেটপ্রভাবী ধ্রুব রাঠী ছবির পরিচালকের বিরুদ্ধে তোপ দেগেছেন। সমাজমাধ্যমে তিনি কটাক্ষ করে লিখেছেন, “আর কত নীচে নামবেন? এই রক্তারক্তি দৃশ্য তো জঙ্গিদের হত্যালীলার মতো। এত অর্থের লোভ, যে নতুন প্রজন্মের মনে বিষ ঢালছেন। অপ্রত্যাশিত অত্যাচারকে গৌরবান্বিত করছেন উনি।”
উল্লেখ্য, এই ছবিতে অর্জুন ও রণবীর ছাড়াও অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না ও সারা অর্জুন।