তারকাদের বাড়ির কোনও অনুষ্ঠান মানেই তুমুল আড়ম্বর, বৈভবের রোশনাই, সহ-তারকাদের আনাগোনা— আরও অনেক কিছু। সাধারণ মানুষের মনে এই ধারণাই বদ্ধমূল। কিন্তু ভাইফোঁটার সকালে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবের বাড়ির ছবি সেই ধারণা চুরমার করে দিয়েছে। বোন দীপালির সঙ্গে ভাইফোঁটার মনছোঁয়া মুহূর্ত ভাগ করে নিয়েছেন নায়ক।
ছবিতে দেখা যাচ্ছে, ভাঁজ করা একটি মাদুরের উপর বসে রয়েছেন দেব। সামনে সাধারণ ছোট্ট একটি থালায় রাখা কয়েকটা কাজু বরফি, চন্দনের বাটি আর প্রদীপ। চাকচিক্যের লেশমাত্র নেই। এই ছবি দেখে অনুরাগীদের মন্তব্য, “খ্যাতি বা গ্ল্যামার জগতের চাকচিক্য যে নায়ক এবং তাঁর পরিবারকে খুব বেশি প্রভাবিত করেনি, এই ছবি সেই প্রমাণই দেয়।” মা-বাবা, বোনের সঙ্গে নানা মুহূর্তের ছবি মাঝেমাঝেই ভাগ করে নেন দেব।
দেবের ভাইফোঁটার এই অতি ঘরোয়া ছবি সত্যিই মন ছুঁয়েছে অনুরাগীদের। আনন্দবাজার ডট কমকে এক সাক্ষাৎকারে নায়ক জানিয়েছিলেন, বাড়িতে এখনও তিনি সেই রাজু। এখনও ভুল করলে মায়ের থেকে বকুনি খেতে হয় তাঁকে। ভাইফোঁটার সকালে ভাই-বোনের ছবি দেখে খুবই খুশি তাঁর অনুরাগীরা। কিছু দিন আগেই দুবাই থেকে ঘুরে ফিরে এসেছেন তাঁরা। সেখানে ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শন ছিল। সেই সঙ্গে দুবাইয়ের মরুভূমি সফর থেকে আবুধাবির বিভিন্ন জায়গায় মা-বাবা, বোনকে ঘুরিয়ে নিয়ে এসেছেন অভিনেতা। এক দিকে দেব যখন কলকাতায় ব্যস্ত ভাইফোঁটা নিতে, রুক্মিণীও তাঁর দাদার কাছে গিয়েছেন দিল্লিতে।
পরিবারের সঙ্গে রুক্মিণী মৈত্র। ছবি: ইনস্টাগ্রাম।
ভাইঝির জন্মদিন উপলক্ষে দিল্লিতেই থাকার কথা ছিল রুক্মিণীর। সেই সঙ্গে ভাইফোঁটা ছিল তাঁর উপরি পাওনা। মা মধুমিতা মৈত্রও দিল্লিতেই আছেন। একসঙ্গে নিজস্বী ভাগ করে নিয়েছেন নায়িকা। দাদা সেখানে তিন নম্বর বাড়ি কিনেছেন। সেই খবরও দিয়েছেন রুক্মিণী। নায়ক-নায়িকা দু’জনেই নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত।