Actor Gaurav Chopra's father passes away days after actor lost his mother dgtl
মাত্র ১০ দিনের মধ্যেই করোনায় বাবা-মাকে হারালেন জনপ্রিয় এই অভিনেতা
প্রথমে মাকে হারালেন। আর ঠিক দশ দিনের মধ্যে চলে গেলেন বাবাও।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২০ ২০:১৩
গৌরব চোপড়া।
প্রথমে মাকে হারালেন। আর ঠিক দশ দিনের মধ্যে চলে গেলেন বাবাও। করোনা কাড়ল দুই প্রাণ। বিধ্বস্ত বলি অভিনেতা গৌরব চোপড়া। ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট শেয়ার করে মানসিক অবস্থার কথা জানিয়েছেন গৌরব। লিখেছেন, “দশ দিন। মাত্র দশ দিনের মধ্যে দু’জনেই চলে গেলেন ওঁরা। চারিদিকে শুন্যতা। যা কোনও দিনই পূর্ণ হবে না।”
গৌরবের মা গত তিন বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন। এরই মধ্যে কিছু দিন আগে করোনায় আক্রান্ত হন তিনি। হাসপাতালে ভর্তি করা হলে গত ১৯ অগস্ট মারা যান তিনি। এর পরেই করোনায় আক্রান্ত হন অভিনেতার বাবাও। কিন্তু করোনার সঙ্গে লড়তে পারলেন না তিনিও। গত শনিবার, ২৯ অগস্ট মারা যান তিনিও।
বাবার স্মৃতিতে গৌরব লেখেন, “শ্রী সতন্ত্র চোপড়া। আমার হিরো, আমার আইডল... আদর্শ পিতা, আদর্শ ছেলে... আমি কী করব তোমায় ছাড়া? মা’র যখন ক্যানসার ধরা পড়ল কাছ থেকে দেখেছি কী ভাবে প্রতি মুহূর্তে মাকে আগলে রাখতে তুমি। এক মুহূর্তও কাছছাড়া করতে না। আর আজ মাকে দেখভাল করবে বলেই তুমিও আমায় একা ফেলে চলে গেলে...।”
গৌরব হিন্দি ধারাবাহিকের অতি পরিচিত মুখ। ‘ডোলি আরমানো কি’, ‘গুলমোহর গ্র্যান্ড’,‘উত্তরণ’-সহ বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
Best Value
প্রতি বছরে
5,148
1,999
প্রতি মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে