নতুন জার্নি শুরু করতে চলেছেন অভিনেতা জিতু কমল। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘অর্ধাঙ্গিনী’। এই ধারাবাহিকের নতুন একটি চরিত্রে মঙ্গলবার থেকে শুটিং শুরু করতে চলেছেন তিনি।
মাঝে বেশ কিছুদিন টেলিভিশনে দেখা যায়নি তাঁকে। অনেকেই ভেবেছিলেন, হয়তো মেগাতে আর ফিরবেন না তিনি। কেন এই বিরতি? আসল ঘটনাটি ঠিক কী?
জিতু শেয়ার করলেন, ‘‘মাঝখানে আমি সিনেমার কাজ করছিলাম। এখন আমার মেগায় ফিরলাম। এই চরিত্রটা পজিটিভ। অর্ধাঙ্গিনীর রি-লঞ্চ বলতে পারেন।’’
এই মুহূর্তে ধারাবাহিকে ফের মন দিচ্ছেন জিতু। তবে পাশাপাশি চলবে ছবির কাজও।
আরও পড়ুন, ‘ব্যাক টু প্যাভিলিয়ন’, শুটিংয়ে ফিরে ছবি দিলেন দিতিপ্রিয়া
‘অর্ধাঙ্গিনী’-তে এতদিন মূল ভূমিকায় রাহুল বন্দ্যোপাধ্যায় এবং নবনীতা দাসের অভিনয় দেখেছেন দর্শক। এ বার জিতুর তাতে অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করেন দর্শকদের একটা বড় অংশ।
(টলিউডের প্রেম, টলিউডের বক্ল অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)