বাইরে থেকে ঘুরে এসে, খেতে বসার আগে সাবান দিয়ে হাত ধোয়া জরুরি। কোভিডের সময় চিকিৎসকেরা যে নিয়ম মানতে বলেছিলেন, স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার জন্য তা সব সময়েই প্রাসঙ্গিক। নিয়মিত নানা কারণে বার বার সাবান দিয়ে হাত ধুতেই হয়। আর সে কারণেই রুক্ষ হয়ে যায় হাতের তালু। খসখসে হয়ে পড়ে। বিশেষত শীতের বাতাসে আর্দ্রতা কম থাকায় সমস্যা হয় আরও বেশি।
তা ছাড়া সাবানে থাকা ক্ষার, রাসায়নিক ত্বককে আরও রুক্ষ করে দেয়। কোনও কোনও হ্যান্ডওয়াশে জীবাণুনাশের জন্য অ্যালকোহলও ব্যবহৃত হয়। যার ফলে কারও কারও হাত থেকে আবার ছালও ওঠে। শীতের মরসুমে হাতের যত্নে বাড়িতেই বানান হ্যান্ডওয়াশ। জেনে নিন পন্থা।
আরও পড়ুন:
কী কী লাগবে
ক্যাস্টাইল সোপ
এটাই সাবানের মূল উপকরণ, উদ্ভিজ্জ পদার্থ দিয়ে তৈরি। এতে প্রাণিজ ফ্যাট বা কৃত্রিম কোনও কিছু থাকে না।
হোহোবা অয়েল
এটিও ত্বক-বান্ধব উপকরণ।
এসেনশিয়াল অয়েল
উদ্ভিদের পাতা, ফুল, মূল থেকে পাওয়া যায় বিভিন্ন এসেনশিয়াল অয়েল। ল্যাভেন্ডার, ক্যামোমাইল, টি-ট্রি অয়েলের মধ্যে থেকে তা ইচ্ছামতো বেছে নিতে পারেন।
কী ভাবে বানাবেন?
দু’কাপ জল ফুটিয়ে ঠান্ডা করে নিন। তার মধ্যে ২ টেবিল চামচ ক্যাস্টাইল সোপ গুঁড়ো মিশিয়ে নিন। যোগ করুন ২ টেবিল চামচ হোহোবা অয়েল বা পছন্দের অন্য কোনও তেল। দিয়ে দিন ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল (ল্যাভেন্ডার, ক্যামোমাইল বা টি-ট্রি অয়েল) সমস্ত উপকরণ খুব ভাল করে মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে রাখুন। এর সঙ্গে আরও কিছুটা জল মিশিয়ে নেওয়া যেতে পারে।