২০২৪-এর বিজয়া দশমীর রাত। সে দিনই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন অভিনেতা রাহুল দেব বসু এবং দেবাদৃতা বসু। কোনও দিনই নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি তাঁরা। বরং প্রতিটি উদ্যাপনের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। মঙ্গলবার, ১৩ জানুয়ারি তাঁদের সম্পর্কের দু’বছর পূর্ণ হল। আগামী দিনে কী পরিকল্পনা তাঁদের? কবে বিয়ে করছেন?
এই মুহূর্তে রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলির বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে। সেই তালিকায় কি এ বার জুড়বেন তাঁরাও? রাহুল স্পষ্ট জানিয়েছেন, তাঁরা এখনই বিয়ে করছেন না। অভিনেতা বলেন, “তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে রাজি নই আমরা।” ইদানীং চারিদিকে সম্পর্ক ভাঙার কাহিনি। কারও বিচ্ছেদের খবর তো কারও প্রেম ভাঙার খবর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, তাঁরা নিজেদের সম্পর্ককে কী ভাবে দেখেন? রাহুল বলেন, “আমরা এ ভাবে সম্পর্কে দেখি না। আমরা দু'জনেই একসঙ্গে পরিণত হয়েছি। কিছু অভ্যাস হয়তো বদলেছে। কিন্তু মূলটা একই রয়ে গিয়েছে।”
রাহুল এবং দেবাদৃতা দু’জনেই টলিপাড়ার চেনা মুখ। এক দিকে অভিনেত্রী যেমন চুটিয়ে ছোটপর্দায় অভিনয় এবং বিভিন্ন অনুষ্ঠান করছেন, অন্য দিকে তেমনই মুম্বইয়ের বেশ কিছু বিজ্ঞাপনী ছবিতে কাজ করছেন রাহুল। এ ছাড়াও যুগলে একসঙ্গে একটি ওয়েব সিরিজ়ে কাজ করেছেন। এ ছাড়াও দুটি কাজের কথা হয়ে রয়েছে। তা ক্রমশ প্রকাশ্য।