এক কালে বলিউডের ‘সেক্স সিম্বল’ ছিলেন জিনাত আমন। ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপটা তাড়া করেছে তাঁকে। প্রেম, বিচ্ছেদ, যন্ত্রণা, বিতর্ক, জনপ্রিয়তা— সব মিলিয়ে তাঁর জীবনে মজুত সিনেমা তৈরির সমস্ত উপাদানই। এক দীর্ঘ সময় আড়ালেই ছিলেন তিনি। গত বছর সমাজমাধ্যমে সক্রিয় হয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই থেকেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক সময় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন তিনি। ‘সত্যম শিবম সুন্দরম্’, ‘ডন’, ‘কুরবানি’, ‘দোস্তানা’, ‘রোটি কাপড়া মকান’— জিনাতের ঝুলিতে হিট ছবির সংখ্যাও অগুন্তি। পুরুষ হৃদয়ের রক্তস্রোতে হিল্লোল তুলতেন তিনি। ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছা তাঁর। কিন্তু জানেন কি বলিউডের দুঁদে খলনায়ক সম্পর্কে তাঁর দাদা?
আরও পড়ুন:
অভিনেতা রাজা মুরাদকে দর্শক দেখেছেন বড় পর্দায়। খলনায়ক হিসাবেই তাঁর জনপ্রিয়তা বেশি। নায়িকাদের সঙ্গে তাঁর দুষ্টুমির দৃশ্য অনেক বার এসেছে আলোচনায়। কিন্তু রাজা কোনও দিনই জিনাতের সঙ্গে এমন কোনও দৃশ্যে অভিনয় করতে পারেননি। ‘ডাকু হাসিনা’ ছবির শুটিংয়ের সময় একটি ধর্ষণের দৃশ্যে অভিনয় করার কথা ছিল। কিন্তু জিনাতের সঙ্গে ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে রাজি হননি রাজা। সরাসরি ‘না’ বলে দিয়েছিলেন। সম্পর্কের স্বার্থে তিনি জিনাতের সঙ্গে ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে পারবেন না বলে দিয়েছিলেন অভিনেতা। অবশেষে জিনাত অতি কষ্টে রাজি করিয়েছিলেন রাজাকে।
উল্লেখ্য, জিনাতের জীবনের নানা অপ্রকাশিত অধ্যায় নিয়ে ছবি তৈরি হবে শীঘ্রই, শোনা যাচ্ছে এমনই। যদিও সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এখনও।