Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

প্রয়াত অভিনেতা রমেন রায়চৌধুরী

নাট্যব্যক্তিত্ব রমেন জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলা ধারাবাহিকের মাধ্যমে। বহু ধারাবাহিকে পর পর কাজ করেছেন তিনি।

রমেন রায়চৌধুরি।

রমেন রায়চৌধুরি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১১:৫০
Share: Save:

জীবনাবসান হল অভিনেতা রমেন রায়চৌধুরীর। বেশ কিছুদিন ক্যানসারে ভুগছিলেন অভিনেতা। পাশাপাশি ছিল কিডনির সমস্যা। শেষের কয়েকদিন হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। গত রবিবার হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয় তাঁকে। মঙ্গলবার সকালে কলকাতার বাড়িতেই প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।

নাট্যব্যক্তিত্ব রমেন জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলা ধারাবাহিকের মাধ্যমে। বহু ধারাবাহিকে পর পর কাজ করেছেন তিনি। ‘সবুজ দ্বীপের রাজা’ ছবিতে তাঁর অভিনয় মনে রাখবেন দর্শক। তপন সিংহ, গৌতম ঘোষের মতো পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল তাঁর। ‘বাঞ্ছারামের বাগান’, ‘সর্বজয়া’, ‘ত্যাগ’, ‘জেহাদ’, ‘অভিষেক’-এর মতো বহু মেনস্ট্রিম বাংলা ছবিতে রমেন অভিনয় করেছিলেন।

রমেনের প্রয়াণে বহু শিল্পী সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেলেও দর্শকদের হৃদয়ে তিনি থাকবেন চিরকাল। রমেনের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।

আরও পড়ুন, প্রদর্শন বন্ধ করা যাবে না, ‘ভবিষ্যতের ভূত’ নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ramen Roy Chowdhuri Tollywood Celebrities Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE