নিধি আগরওয়ালের পরে এ বার সমান্থা রুথ প্রভু। দিন কয়েক আগেই তেলুগু ছবির জনপ্রিয় নায়িকাকে ঘিরে ধরে থিকথিকে ভিড় হয়। নিজের আসন্ন ছবি ‘রাজা সাব’ ছবির গানের মুক্তির অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার হন তিনি। ঘটনার নিন্দা হয় বিভিন্ন মহলে। কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল। এ বার জনতার ভিড়ের নিশানায় সমান্থা।
হায়দরাবাদের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সমান্থা। সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে গাড়ি পর্যন্ত যাওয়ার পথেই তাঁকে ঘিরে ধরেন ভক্তেরা। বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রুপোলি ও কালো রঙের মিশেলে শাড়ি ও ব্লাউজ়, খোলা চুল ও গয়না। এই বেশে দেখা যায় সমান্থাকে। তখন তাঁকে দেখে এগিয়ে আসে মানুষের ভিড়। ভিডিয়োয় দেখা যায়, মানুষের ভিড় এড়িয়ে বেরিয়ে আসতে বেশ বেগ পেতে হয় সমান্থাকে। কেউ কেউ তাঁকে স্পর্শ করারও চেষ্টা করেন। অভিনেত্রীর দেহরক্ষীরা কোনওমতে পরিস্থিতি সামলে গাড়িতে তুলে দেন তাঁকে।
তবে এই পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখেছিলেন সমান্থা। কোনও মন্তব্য করেননি। কিন্তু এই ভিডিয়ো দেখে চটেছেন তাঁর অনুরাগীরা। এক অনুরাগী তাঁর সমাজমাধ্যমে লেখেন, “এই লোকগুলোর মধ্যে কোনও সহবত নেই। এদের আমি ঘৃণা করি। এই ধরনের ভক্তদের গালে কষিয়ে চড় মারা উচিত।”
আরও পড়ুন:
আর নেটাগরিক প্রশ্ন তুলেছেন, “যে তারকাকে পছন্দ করেন, সেই তারকাকেই অস্বস্তিতে ফেলেন এই লোকগুলো। দূরত্বের অর্থ বোধহয় এঁরা জানেন না।”
কিছু দিন আগে এমনই অভিজ্ঞতা হয়েছিল নিধির। বুধবার সেই ছবির গানমুক্তির অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার হন তিনি। গায়ের ওড়নায় টান মারছে কেউ, আবার ছবি তুলতে চেয়ে কেউ নায়িকার এতটাই কাছে চলে আসছে যে, দৃশ্যত অস্বস্তিতে পড়েছিলেন নিধি। সকলেই প্রায় ঝাঁপিয়ে পড়েছিলেন নিজস্বী তোলার জন্য। অনুষ্ঠানস্থলের মূল দরজা থেকে গাড়ি পর্যন্ত দূরত্ব পৌঁছোতে প্রায় চিঁড়েচ্যাপ্টা অবস্থা হয়েছিল তাঁর।