Advertisement
E-Paper

রবীন্দ্রনাথ এ কালে জন্মালে কি ঋত্বিকের মতোই সমাজমাধ্যমে বুঁদ হতেন? কী বলছেন অভিনেতা?

শ্রাবন্তীকে দেখার জন্য রাজীব উদগ্রীব। অন্য দিকে, বাবা-ছেলে হাত ধরাধরি করে উপস্থিত ‘রবীন্দ্র কাব্য রহস্য’ ছবির বিশেষ প্রদর্শনে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৯:০০
‘রবীন্দ্র কাব্য রহস্য’ ছবির বিশেষ প্রদর্শনে রাজীব বিশ্বাস, ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

‘রবীন্দ্র কাব্য রহস্য’ ছবির বিশেষ প্রদর্শনে রাজীব বিশ্বাস, ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

দেশ-বিদেশের চর্চিত বা বিতর্কিত ঘটনা হোক কিংবা সমাজের কোনও জ্বলন্ত সমস্যা। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী প্রতিবাদী। তিনি যত না মুখে বলেন, তার থেকেও বেশি বলেন সমাজমাধ্যমে। প্রায় প্রতি দিন অভিনেতা কোনও না কোনও মতামত জানান। তাই নিয়েও শুরু হয় নতুন বিতর্ক।

শুক্রবার মুক্তি পেয়েছে ঋত্বিক অভিনীত ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’। সায়ন্তন ঘোষাল ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ের পাশাপাশি রহস্যের জালে বন্দি করেছেন এ কালকে। উনিশ শতকের শেষার্ধে জন্ম যে কবি-র তিনি যদি একুশ শতকে জন্মাতেন তা হলে তিনিও কি সমাজমাধ্যমে বুঁদ হয়ে থাকতেন?

ঋত্বিক চক্রবর্তীর কাছে প্রশ্ন ছিল আনন্দবাজার অনলাইন ডট কমের। শুনে অভিনেতা হেসে ফেলেছেন। তাঁর কথায়, “কবি কিছুতেই আমাদের মতো হতেন না। সমাজমাধ্যমের অতি ব্যবহারের কুফল সহজেই ধরে ফেলতে পারতেন তিনি। নিজেও তার থেকে দূরে থাকতেন। বাকিদেরও দূরে থাকার পরামর্শ দিতেন। সাবধান করতেন ছোটদের।”

মেঘলা দাশগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী এবং তাঁর মা এক ফ্রেমে।

মেঘলা দাশগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী এবং তাঁর মা এক ফ্রেমে। নিজস্ব চিত্র।

দক্ষিণ কলকাতার এক আধুনিক প্রেক্ষাগৃহে শুক্রবার উপস্থিত ছিল ‘রবীন্দ্র কাব্য রহস্য’-এর গোটা দল। উপস্থিত টলিউডের একাধিক অভিনেতা, পরিচালক, প্রযোজক। তাঁদের ভিড়েও এ দিন সংবাদমাধ্যমের নজর কাড়েন ছবির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তাঁর প্রাক্তন পরিচালক স্বামী রাজীব বিশ্বাস। পরিচালকের উপস্থিতি স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলে দিয়েছে, তাঁরা কি আবার একত্র হতে চাইছেন? রাজীব আনন্দবাজার ডট কমকে এ বিষয়ে পরিষ্কার জানিয়েছেন, তেমন কোনও সম্ভাবনা নেই। তবে শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে তাঁর আপত্তি নেই। বিচ্ছেদ চলাকালীন তাঁরা একসঙ্গে কাজ করেছেন। কোনও সমস্যা হয়নি।

এই মুহূর্তে ভৌতিক ছবির পাশাপাশি রহস্য-রোমাঞ্চ ছবিও দর্শক দেখছেন। সেই জায়গা থেকে ঋত্বিক এবং ছবির প্রযোজক অশোক ধানুকার আশা, রবীন্দ্রনাথকে পটভূমিকায় রেখে অন্য ধারার গল্প বলার চেষ্টা করেছেন পরিচালক। সব বয়সের দর্শককেই এই ছবি আকর্ষণ করবে। রবীন্দ্রনাথ নিজেকে সমসাময়িক রাখতে শেষ বয়সে ‘শেষের কবিতা’ লিখেছেন। একুশের সাহিত্যিক হলে তাঁকেও কি ‘থ্রিলার’ লিখতে হত? ঋত্বিকের জবাব, “ওঁর মতো প্রতিভাকে বুঝে ওঠা শক্ত। তিনি চাইলে হয়তো এই ঘরানাতেও ওঁর কলম সাবলীল হত।”

ফ্রেমবন্দি শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, ঋষভ বসু।

ফ্রেমবন্দি শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, ঋষভ বসু। নিজস্ব চিত্র।

সে কথা সত্য বটে। কারণ রবীন্দ্রনাথের রচনায় যেমন উঠে এসেছে ‘নিশিথে’, ‘মণিহারা’, ‘কঙ্কাল’, তেমনই রয়েছে, ‘সম্পত্তি সমর্পণ’ বা ‘ক্ষুধিত পাষাণ’। ফলে ঋত্বিকের অনুমান খুব ভুল নয়, তা বলাই যায়।

Rabindranath Tagor Ritwick Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy