Advertisement
E-Paper

১০ বছরের পুরনো ঝগড়ার জের, সোনুকে দেখেই মুখ ঘোরালেন সলমন! বিবাদের নেপথ্য কারণ কী?

হোলির আবহেও সম্প্রীতির বার্তা ছড়ালেন না দুই তারকা! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বলিউড সজাগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৮:০৫
সোনু নিগমকে এখনও ক্ষমা করেননি সলমন খান?

সোনু নিগমকে এখনও ক্ষমা করেননি সলমন খান? ছবি: সংগৃহীত।

একুশ শতকে সময় আরও দ্রুতগামী। চোখের পলকে পটপরিবর্তন। কিছু ক্ষণ আগেও যা বর্তমান, মুহূর্তে সেটাই অতীত। সকালের ঘটনা বিকেলে ভুলে যায় মানুষ। সলমন খানের বেলায় বুঝি এই নিয়ম খাটে না! না হলে, ১০ বছরের পুরনো ঝগড়া মনে রাখে কেউ? ভাইজান রাখেন। আর রাখেন বলেই তিনি সোনু নিগমের সঙ্গে একই মঞ্চে থাকলেও অনুষ্ঠানে যোগ দিলেন না!

এ রকমই একটি ভিডিয়ো শনিবারের বিকেল থেকে ভাইরাল সমাজমাধ্যমে। দেখা গিয়েছে, একটি অনুষ্ঠান মঞ্চে সলমন-সোনু। উভয়ের হাতে মোমবাতি। অনুষ্ঠানের উদ্বোধনে দু’জনে উপস্থিত, স্পষ্ট ক্যামেরায়। তার পরেও গায়ককে দেখে মুখ ঘুরিয়ে নিলেন নায়ক! মঞ্চ ছাড়েননি তিনি। কিন্তু প্রদীপ জ্বালানো থেকে দূরে সরিয়ে নিয়েছেন নিজেকে। অন্য দিকে, বাকিদের অনুরোধে উপস্থিত অন্যান্য আমন্ত্রিতদের সঙ্গে মোমবাতি হাতে প্রদীপ জ্বালাতে দেখা গিয়েছে সোনুকে। পরস্পরের মধ্যে কোনও বাক্যালাপও হয়নি।

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বলিউড সজাগ। হোলির আবহেও সম্প্রীতির বার্তা ছড়ালেন না দুই তারকা! বিষয়টি নিয়ে সমালোচনা শুরু। গায়ক অরিজিৎ সিংহের মতোই সোনু নিগমের সঙ্গেও যে সলমনের সদ্ভাব নেই— এই ভিডিয়ো আবারও প্রমাণ করল। খবর, ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল নায়ক এবং গায়কের সঙ্গে। তাঁরা সাড়া দেননি, কোনও কথা বলেননি।

কেন সলমন-সোনুর মধ্যে মনোমালিন্য? তার জন্য ফিরে যেতে হবে ১০ বছর আগে। সেই সময় এক মহিলা, গানের সংস্থা টি-সিরিজ় কোম্পানির কর্ণধার ভূষণ কুমারের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনেছিলেন। ভূষণ প্রভাবশালী। ঘটনা নিয়ে সমাজমাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন সোনু। তিনি ভিডিয়ো বার্তায় ভূষণকে তুলোধোনা করেছিলেন। প্রকাশ্যে এনেছিলেন বলিউডের স্বজনপোষণকে। তাঁর দাবি ছিল, শুধুই গান রেকর্ড সংস্থা নয়, প্রভাবশালী প্রযোজক, নায়কেরাও অনেক প্রতিভাকে উঠতে দেন না। সেই সময় তিনি নাম না করে বিঁধেছিলেন সলমনকে। কারণ, সলমনের ছবিতে সোনুর গান খুবই কম।

তার পর থেকেই নাকি সোনুর সঙ্গে বাক্যালাপ বন্ধ ভাইজানের, এমনই শোনা যায় মায়ানগরীতে।

Salman Khan Sonu Nigam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy