Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Soumitra Chatterjee

জ্বর নেই, করোনামুক্ত হতেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র

তবে এখনও তিনি সঙ্কটমুক্ত নন। আইটিইউ-তেই রয়েছেন। তাঁকে দেখভাল করছে মেডিক্যাল টিম।

চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ১৮:০২
Share: Save:

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে। তাঁর জ্বর নেই। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে। তবে এখনও তিনি সঙ্কটমুক্ত নন। আইটিইউ-তেই রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বেলভিউ হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে।

গতকাল রাতেই সৌমিত্রের করোনা-রিপোর্ট নেগেটিভ এসেছে। কো-মর্বিডিটি এবং বয়সজনিত কিছু সমস্যা থাকলেও সৌমিত্র করোনামুক্ত হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন তাঁর চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝেমধ্যে তাঁর বাইপ্যাপ সাপোর্ট লাগছে। তবে দিনে ৬ ঘণ্টার বেশি নয়। রাতের ঘুম ভাল হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি সৌমিত্র। ইতিমধ্যে তাঁর দু’বার প্লাজমা থেরাপি করা হয়েছে। ফলে শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়। বাইপ্যাপ সাপোর্ট দেওয়ায় নতুন করে পরিস্থিতির অবনতি হয়নি।

আরও পড়ুন: ‘ক্যানসারকে হারিয়ে ফিরে আসব’, আত্মবিশ্বাসী সঞ্জয় দত্ত

আরও পড়ুন: স্ত্রী যদি পাশে না থাকত, আমি হয়তো আত্মহত্যা করে বসতাম

হাসপাতালের এক আধিকারিক জানান, কিডনি, যকৃৎ-সহ অন্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে অভিনেতার। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা খুব একটা হেরফের হচ্ছে না। ভেন্টিলেশনে দেওয়ার কোনও প্রয়োজন পড়ছে না এখনই। তবে সৌমিত্রের প্রস্টেটের পুরনো কর্কটরোগ ফিরে এসেছে। মেডিক্যাল টিম সর্ব ক্ষণই তাঁর চিকিৎসায় রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মানসিক অস্থিরতা কাটাতে মিউজিক থেরাপিরও সাহায্য নেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE