এই মা-ই মেয়ের বিয়ে ভেঙে তার কাঙ্খিত পুরুষের হাতে সঁপে দিয়েছেন। সেই মা-ই আবার মেয়ের সেই স্বপ্ন চুরমার করতে কোমর বেঁধেছেন! কী করে? আপাতত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ঘিরে এমনই কৌতূহল তৈরি হয়েছে দর্শকমনে।
সদ্য প্রকাশ্যে এসেছে নতুন পর্বের ঝলক। দেখা গিয়েছে, নায়িকা অপর্ণার মায়ের মতো হুবহু দেখতে কেউ তাকে অপহরণ করেছে! কে সে? তা হলে কি মায়ের মধ্যেই দ্বৈত সত্তার বাস? যার জেরে একই সঙ্গে তিনি মেয়ের ভাল এবং মন্দ— দুই-ই চাইছেন? এ দিকে টেলিপাড়ায় এও শোনা যাচ্ছে, খারাপ ‘সুমি’ বা খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন মাফিন চক্রবর্তী। অভিনেত্রীকে এখন দেখা যাচ্ছে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে।
সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল, ‘সুমি’ সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় এবং মাফিনের সঙ্গে। মাফিন জানিয়েছেন, ভুল খবর ছড়িয়েছে। তিনি কোনও ভাবেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সঙ্গে যুক্ত নন। সুচন্দ্রা ফাঁস করেছেন আসল রহস্য। তিনি একই সঙ্গে ইতিবাচক এবং নেতিবাচক— দ্বৈত চরিত্রে অভিনয় করছেন।
আরও পড়ুন:
সুচন্দ্রার কথায়, “ধারাবাহিকে প্রস্থেটিক মেকআপ নিয়ে শুটিং অনেক ব্যয়সাপেক্ষ। দুটো চরিত্রেই তাই আমি অভিনয় করছি। কখনও আমি অপর্ণার মা সুমি। কখনও তাকে অপহরণ করতে আসা খলনায়িকা।” নায়ক আর্যর কাছে ফিরিয়ে দেওয়ার পর থেকে আপনি আবার দর্শকের প্রশংসার পাত্রী। নেতিবাচক চরিত্র মানে তো ফের কটূক্তি শোনা! এ কথা সুচন্দ্রারও মনে হয়েছে। তিনি বলেছেন, “মাঝে বেশ কিছু দিন প্রশংসা পেলাম। এ বার আবার কটুক্তি শোনার পালা!”
যদিও তাতে তিনি একটুও ঘাবড়াচ্ছেন না তিনি। “আগের দৃশ্যে কেঁদে ভাসিয়ে পরের দৃশ্যে চরম দুষ্টুমি করে হাসছি! প্রতি মুহূর্তে ভাল থেকে খারাপ হয়ে আবার ভাল-এ পরিণত হওয়া কি সহজ কথা? নিজেকে নিংড়ে দিতে হচ্ছে”, দাবি সুচন্দ্রার। সঙ্গে এও জানিয়েছেন, তিনি তাতে তৃপ্তি পাচ্ছেন। সব অভিনেতা এ ভাবেই নিজেকে নিংড়ে দিতে চান।