গত তিন বছর ধরে অক্টোবরে এই রেওয়াজ নাকি চালু করেছেন সুবান-তিয়াসা রায় যে গোটা দিন ম্যাচিং ম্যাচিং পোশাক পরবেন।
কারণ?২০১৭-র অক্টোবরেই তাঁরা ‘ম্যারেড কাপল’ হয়েছিলেন, সেই জন্য। এই দিন মনে রেখে রং মিলান্তি খেলা চলেছে তাঁদের দাম্পত্যে।
এই বছর কী করলেন তাঁরা?