Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পদ্মশ্রী অভিনেতা টম অল্টারের জীবনাবসান

বেশ কিছুদিন ধরেই তিনি স্টেজ ফোর ত্বকের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

টম অল্টার।—ফাইল চিত্র।

টম অল্টার।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৪৩
Share: Save:

মারা গেলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত অভিনেতা টম অল্টার। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি স্টেজ ফোর ত্বকের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। শুক্রবার রাতে মুম্বইয়ে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টম অল্টার ১৯৫০ সালে মুসৌরিতে জন্মেছিলেন। উডস্টক স্কুলে তাঁর পড়াশোনা শুরু হয়। পরে তিনি আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে ১৯৭০ সালে তিনি ভারতে ফিরে আসেন। ১৯৭২ সালে প্রায় ৮০০জন আবেদনকারীর মধ্যে থেকে তাঁকে বেছে নেওয়া হল পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় পড়ার জন্য। গোটা কর্মজীবনে তিরশোরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন।

আরও পড়ুন: তিন মাস বাড়ল পুরনো পণ্য বিক্রির সময়সীমা

বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। নব্বইয়ের দশকে টানা পাঁচ বছর ধরে চলা ধারাবাহিক ‘জুনুন’-এ তাঁকে গ্যাংস্টারের চরিত্রে দেখা গিয়েছিল। অভিনেতার পাশাপাশি তিনি ক্রীড়া সাংবাদিক ও পরিচালকও ছিলেন। লেখক হিসেবেও তাঁর বেশ কদর ছিল। ২০০৮ সালে তাঁকে ভারত সরকার ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE