ক্লাসের সেই সহপাঠীকে মনে পড়ে, যে খানিক মুখচোরা ছিল বলে আপনি তাকে হামেশাই ভ্যাঙাতেন! কিংবা খেলার দলের সেই সদস্য, যে অতটা ভাল ব্যাট-বল করতে পারত না! বা শুধুমাত্র তার জামার রং ভাল লাগত না বলে যাকে খ্যাপানো হত!
আরও পড়ুন, আলিয়াকে কিছুতেই ক্ষমা করলেন না ক্যাটরিনা!
আরও পড়ুন, যৌনতা নিয়ে আমি খুব স্বার্থপর: বিস্ফোরক নওয়াজ
ইন্টারনেটে ট্রোলিং বিষয়টাও অনেকটা সে রকমই। যদিও বদলে গিয়েছে তার স্থান-কাল-পাত্র। আর এক্ষেত্রে পাত্রটি অবশ্যই এক জন তারকা।
দীপিকা, পরিণীতি, এষা— অনেকেই রয়েছেন এই তালিকায়। এ বার সেখানে ঢুকে পড়লেন আমিশা পটেলও। মঙ্গলবার ইন্টারনেটের ট্রেন্ডিং তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে তাঁর একটি ছবি। বিষয়টি হল, আমিশা তাঁর ইনস্টাগ্রাম পেজে দু’টি ছবি পোস্ট করেছিলেন। দু’টি ছবির ক্যাপশনেই অভিনেত্রী লিখেছেন, সেগুলি তাঁর শুটিং শেষ হওয়ার পর তোলা। এই ছবি দেখে কেউ কেউ তাঁর আসন্ন কাজ নিয়ে প্রশ্ন করলেও, বেশির ভাগেই তাঁর সমালোচনা করেছেন।
ছবি দেখে অনেকে লিখলেন, ‘‘এ ধরনের ছবি আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানায় না।’’। আবার কারও মন্তব্য, ‘‘বয়স তো অনেক হল, এবার বিয়েটা করুন।’’
When u have a 7 am shoot and have been up by 5 .. already sleepy .. need some caffeine 🙈🙈🙈🙈