চোখের তলায় কালি। মুখ ভার। অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে ভিডিয়োয় এই অবস্থায় কেউ দেখেননি। অভিনেত্রীর মন যে একেবারেই ভাল নয়। তা বোঝা গিয়েছে তাঁর নতুন ভিডিয়োয়। বেশ কিছু দিন ধরে অনামিকা নিজের সমাজমাধ্যমের পাতায় তেমন কিছু পোস্ট করেননি। তাতেই অবাক হন সবাই। আচমকা কেন সমাজমাধ্যমের পাতা থেকে উবে গেলেন। এখন ভ্লগিংই তাঁর পেশা। তবে কেন তিনি সমাজমাধ্যমের পাতা থেকে দূরে, একটি ভিডিয়োর মাধ্যমে খোলসা করলেন অভিনেত্রী। অনামিকার আদরের পোষ্যকে সবাই দেখেছেন ফেসবুক, ইউটিউবে। তাঁর পোষ্যর খুবই শরীর খারাপ। যার ফলে তাঁকে খুবই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। বিশেষত পোষ্যদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে খুবই বিরক্ত অনামিকা।
আরও পড়ুন:
ভিডিয়োয় প্রায় কেঁদে ফেললেন ছোট পর্দার অভিনেত্রী। তিনি বললেন, “পোষ্যকে বাড়ি নিয়ে আসার আগে বার বার ভেবে দেখুন। নিজেদের অনেক পড়াশোনা করা দরকার। কারণ, এখানকার চিকিৎসা ব্যবস্থা ভয়ঙ্কর। এক চিকিৎসকের নাম এখনই উল্লেখ করতে চাই না। সময় এলে বলব।” গত কয়েক দিন তাঁর উপর দিয়ে খুব ঝড় বয়ে গিয়েছে তা বোঝা যাচ্ছে। তবে অনুরাগীদের উদ্দেশে অভিনেত্রী লেখেন,“প্রথমেই জানাতে চাই যে আমি একেবারে ঠিক আছি। আমার সঙ্গে এমন কিছু ঘটেনি এবং যাঁরা আমাকে জিজ্ঞাসা করছেন, তাঁদের জন্য এটি।” এই ভিডিয়োটি যে সচেতনতার জন্য তৈরি করছেন অভিনেত্রী সে কথাও জানিয়েছেন। অনেক দিন হল ছোট পর্দা থেকে দূরে অনামিকা। তাঁকে নিয়ে নানা জনের নানা প্রশ্ন। ওজন বৃদ্ধির কারণে অনেক সময়েই কাজ পেতে তাঁর অসুবিধা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, তা নিয়ে তিনি বিন্দুমাত্র ভাবছেন না।