Advertisement
E-Paper

মাত্র কয়েক দিনে ঝড় বয়ে গিয়েছে অনামিকার উপর দিয়ে! কী ঘটল অভিনেত্রীর সঙ্গে?

অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে এখন মুঠোফোনেই বেশি দেখেন দর্শক। অনেক দিন হল ছোট পর্দায় দেখা যাচ্ছে না তাঁকে। এরই মাঝে ভারাক্রান্ত ভিডিয়ো ছড়িয়ে পড়ল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২০:৩৩
Actress Anamika Chakraborty felt divested what happened with her

কী হয়েছে অনামিকার? ছবি: সংগৃহীত।

চোখের তলায় কালি। মুখ ভার। অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে ভিডিয়োয় এই অবস্থায় কেউ দেখেননি। অভিনেত্রীর মন যে একেবারেই ভাল নয়। তা বোঝা গিয়েছে তাঁর নতুন ভিডিয়োয়। বেশ কিছু দিন ধরে অনামিকা নিজের সমাজমাধ্যমের পাতায় তেমন কিছু পোস্ট করেননি। তাতেই অবাক হন সবাই। আচমকা কেন সমাজমাধ্যমের পাতা থেকে উবে গেলেন। এখন ভ্লগিংই তাঁর পেশা। তবে কেন তিনি সমাজমাধ্যমের পাতা থেকে দূরে, একটি ভিডিয়োর মাধ্যমে খোলসা করলেন অভিনেত্রী। অনামিকার আদরের পোষ্যকে সবাই দেখেছেন ফেসবুক, ইউটিউবে। তাঁর পোষ্যর খুবই শরীর খারাপ। যার ফলে তাঁকে খুবই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। বিশেষত পোষ্যদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে খুবই বিরক্ত অনামিকা।

ভিডিয়োয় প্রায় কেঁদে ফেললেন ছোট পর্দার অভিনেত্রী। তিনি বললেন, “পোষ্যকে বাড়ি নিয়ে আসার আগে বার বার ভেবে দেখুন। নিজেদের অনেক পড়াশোনা করা দরকার। কারণ, এখানকার চিকিৎসা ব্যবস্থা ভয়ঙ্কর। এক চিকিৎসকের নাম এখনই উল্লেখ করতে চাই না। সময় এলে বলব।” গত কয়েক দিন তাঁর উপর দিয়ে খুব ঝড় বয়ে গিয়েছে তা বোঝা যাচ্ছে। তবে অনুরাগীদের উদ্দেশে অভিনেত্রী লেখেন,“প্রথমেই জানাতে চাই যে আমি একেবারে ঠিক আছি। আমার সঙ্গে এমন কিছু ঘটেনি এবং যাঁরা আমাকে জিজ্ঞাসা করছেন, তাঁদের জন্য এটি।” এই ভিডিয়োটি যে সচেতনতার জন্য তৈরি করছেন অভিনেত্রী সে কথাও জানিয়েছেন। অনেক দিন হল ছোট পর্দা থেকে দূরে অনামিকা। তাঁকে নিয়ে নানা জনের নানা প্রশ্ন। ওজন বৃদ্ধির কারণে অনেক সময়েই কাজ পেতে তাঁর অসুবিধা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, তা নিয়ে তিনি বিন্দুমাত্র ভাবছেন না।

Anamika Chakraborty Bengali Actress Uday Pratap Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy